নয়াদিল্লি: ওয়েস্ট ইন্ডিজ সফরের পর আমেরিকা হয়ে ভারতে ফিরবেন মহম্মদ সামি। এরইমধ্যে তাঁর আইনজীবী ও বিসিসিআই-এর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তিনি। তাঁর স্ত্রী হাসিন জাহানের দায়ের করা বধূ নির্যাতনের মামলায় কলকাতার আলিপুর আদালত তাঁকে ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে।
সংবাদসংস্থাকে বিসিসিআই-এ এক পদস্থ কর্মকর্তা বলেছেন, আগামী ১২ সেপ্টেম্বর দেশে ফিরবেন সামি। ওই কর্মকর্তা বলেছেন, ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ হওয়ার পর সামি আমেরিকায় গিয়েছেন এবং ১২ তারিখে দেখে ফিরবেন। আদালতের বিষয় নিয়ে তিনি তাঁর আইনজীবীর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। সেইসঙ্গে বোর্ডের মধ্যে সংশ্লিষ্ট লোকজনদের সঙ্গে বিষয়টি নিয়ে তিনি কথাও বলেছেন।
গত ২ সেপ্টেম্বর আদালতের নির্দেশ জারির পর বিসিসিআই জানিয়ে দিয়েছিল যে, চার্জশিট না দেখে কোনও ব্যবস্থা গ্রহণ করা হবে না।