বর্তমানে বিশ্বের সেরা তিন ফাস্ট বোলারের মধ্যে একজন শামি: কোহলি
ABP Ananda, web desk | 14 Aug 2017 08:55 PM (IST)
পাল্লেকেল: শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে বল হাতে বিধ্বংসী মেজাজে দেখা গিয়েছে ভারতের পেসার মহম্মদ শামিকে। চোট সারিয়ে দলে ফেরার পর ফের চেনা মেজাজে দেখা গিয়েছে তাঁকে। সিরিজে শামির বোলিংয়ে মুগ্ধ অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমানে সেরা তিন ফাস্ট বোলারের মধ্যে একজন এই বাঁহাতি পেসার। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি ম্যাচে ১৭.৭০ গড়ে ১০ উইকেট নিয়েছেন শামি। তৃতীয় টেস্ট জিতে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করার পর কোহলি বলেছেন, তাঁর বিচারে শামি নিশ্চিতভাবেই বর্তমানে বিশ্বের সেরা তিন ফাস্ট বোলারের মধ্যে একজন। উইকেট নেওয়ার ক্ষমতা ও খেলায় যেভাবে প্রভাব বিস্তার শামি করেন, তা বিচার করেই কোহলি এ কথা বলেছেন। কোহলি বলেছেন, মাঠে নেমে শামি যখন তাঁর ১২০ শতাংশ দেন এবং নিয়মকরে ১৪৫, ১৪০ কিমি গতিতে বোলিং করেন, তখন তা ব্যাটসম্যানদের বিপাকে ফেলে দেয়। বাংলার এই ফাস্ট বোলারের কেরিয়ারে বারেবারেই ভিলেন হয়ে দাঁড়িয়েছে চোট। কোহলি বলেছেন, চোটের সমস্যাটি যদি শামি ঝেড়ে ফেলতে পারেন, তাহলে তিনি ধারাবাহিকভাবে বিশ্বমানের বোলার হয়ে উঠবেন। অধিনায়কের মতে, শামি দুরন্ত বোলার। দলের কাছে তিনি খুবই গুরুত্বপূর্ণ। তাঁকে পুরো ছন্দে বোলিং করতে দেখাটা দারুন আনন্দদায়ক। হার্দিক পান্ড্যর প্রশংসায়ও পঞ্চমুখ কোহলি। তিনি বলেছেন, এই সিরিজে সবচেয়ে ইতিবাচক দিক হল হার্দিকের এই পারফরম্যান্স। কেরিয়ারের প্রথম তিনটি টেস্টে খেলতে নেমে প্রথমে হাফসেঞ্চুরি, পরে সেঞ্চুরি, তাও আট নম্বরে নেমে-একেবারেই মুখের কথা নয়। ওর জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।