বিশাখাপত্তনম: টেস্টে নয়া নজির গড়লেন বাংলার পেসার মহম্মদ শামি। পঞ্চম ভারতীয় বোলার হিসেবে দেশের মাটিতে টেস্ট ম্যাচের চতুর্থ ইনিংসে পাঁচ উইকেট নিলেন তিনি। গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিন এই নজির গড়েন তিনি। এর আগে কারসন ঘাউড়ি (১৯৭৭ সালে মুম্বইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে), কপিল দেব (১৯৮১ সালে মুম্বইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে), মদন লাল (১৯৮১ সালে মুম্বইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে) এবং জাভাগল শ্রীনাথ (১৯৯৬ সালে আমদাবাদে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে) এই রেকর্ড গড়েন। তাঁদের সঙ্গে একই সারিতে জায়গা করে নিলেন শামি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই টেস্টের দ্বিতীয় ইনিংসে টেম্বা বাভুমা, ফাফ দু প্লেসি, কুইন্টন ডি কক, ডেন পিট ও কাগিসো রাবাডাকে আউট করেন শামি। তিনি টেস্টের চতুর্থ ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি আরও একটি নজির গড়েছেন শামি। জসপ্রীত বুমরাহর পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে টেস্ট ম্যাচে এক ইনিংসে বিপক্ষের চার ব্যাটসম্যানকে বোল্ড করেছেন তিনি। চলতি বছরের শুরুতে নর্থ সাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচে এক ইনিংসে চারজনকে বোল্ড করেছিলেন বুমরাহ। বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে বাভুমা, দু প্লেসি, ডি কক ও পিটকে বোল্ড করেন শামি।