সেন্ট মরিৎজ (সুইৎজারল্যান্ড): ভারতের তরুণ পেস আক্রমণে মজেছেন পাকিস্তানের প্রাক্তন কিংবদন্তি বোলার ওয়াসিম আক্রম। তাঁর মতে, মহম্মদ শামি যদি নিজের রান-আপে বদল ঘটায় এবং জশপ্রীত বুমরাহ কাউন্টি ক্রিকেটে হাত পাকিয়ে নেয়, তাহলে ভারতের আসন্ন ইংল্যান্ড সফরে এই দুই বোলার ভীষণভাবে উপকৃত হবে।
ভারতের পেস অ্যাটাকের কাটাছেঁড়া করতে গিয়ে আক্রম জানান, আগের জমানার তুলনায় ভারতের বর্তমান পেস অ্যাটাকের প্রতিভা ও আত্মবিশ্বাস ভরপুর রয়েছে। তিনি বলেন, শামি ভাল বোলার। তবে, মাঝেমধ্যে ও নিজেকে গুটিয়ে নেয়। ওর উচিত ম্যাচের পরিস্থিতি বিচার না করে জোরে বল করা। আক্রমের দাবি, শামির রান-আপে একটা গলদ রয়েছে। যার ফলে ওর নিজের পেস ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারে না। এর প্রভাব পড়ে ওর ধারাবাহিকতায়।
শামির পাশাপাশি, বুমরাহর বোলিং নিয়েও বিশ্লেষণ করেন বুমরাহ। তিনি বলেন, বুমরাহর উচিত প্রতি বছর অন্তত একমাস ইংল্যান্ডে কাউন্টি খেলা। এতে ওর ধার ও ভার দুটিই বাড়বে। সম্প্রতি, ইংল্যান্ডের উইকেটে বুমরাহর সাফল্য নিয়ে সংশয় প্রকাশ করেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ফাস্ট বোলার মাইকেল হোল্ডিং। এই প্রসঙ্গে আক্রম বলেন, বুমরাহ বলকে পিচে হিট করায়। ইংল্যান্ডে খেললে বলের ও সুইয়ের নিয়ন্ত্রণ করতে শিখে যাবে। ওর পারফরম্যান্সও ভাল হবে। তবে, এটাও সত্যি যে বিসিসিআই ক্রিকেটারদের কাউন্টি খেলায় উৎসাহ দেয় না।