৩৯ পূর্ণ করলেন ওয়াটসন, জানুন, কেন বড় মঞ্চের তারকা বলা হত এই অস্ট্রেলিয় অলরাউন্ডারকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Jun 2020 08:23 PM (IST)
তিন ফর্ম্যাটেই অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছেন ওয়াটসন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০০২ সালে। ২০১৬ সালে যখন তিনি অবসর নেন, টি-টোয়েন্টিতে বিশ্বের সেরা অলরাউন্ডার ছিলেন।
শেন ওয়াটসন - রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর - ৯.৫ কোটি
নয়াদিল্লি: বুধবার, ১৭ জুন ৩৯ বছর সম্পূর্ণ হল শেন ওয়াটসনের। অস্ট্রেলীয় অলরাউন্ডারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি ও আইপিএলে তাঁর দল চেন্নাই সুপার কিংস। বড় ম্যাচের ক্রিকেটার বলা হতো ওয়াটসনকে। পরিসংখ্যানও সেই তত্ত্বকে আরও পোক্ত করে। ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ও ফাইনালে সেঞ্চুরি করে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন সতীর্থদের প্রিয় “ওয়াটো”। ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন ওয়াটসন। ২০০৬ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেরও সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছিলেন তিনি। ২০০৮ ও ২০১৩ – দুবার তিনি আইপিএলে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের সম্মান পেয়েছিলেন। ২০১৮ সালের আইপিএলের ফাইনালে সেঞ্চুরি করে মহেন্দ্র সিংহ ধোনির সিএসকে-কে তৃতীয় খেতাব দিয়েছিলেন ওয়াটসন। তিন ফর্ম্যাটেই অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছেন ওয়াটসন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০০২ সালে। ২০১৬ সালে যখন তিনি অবসর নেন, টি-টোয়েন্টিতে বিশ্বের সেরা অলরাউন্ডার ছিলেন। ফোর্বস পত্রিকার সমীক্ষা অনুযায়ী, ভারতীয় নন এমন ক্রিকেটারদের মধ্যে ২০১১ সাল থেকে টানা পাঁচ বছর সর্বোচ্চ আয় ছিল ওয়াটসনের। অস্ট্রেলিয়ার জার্সিতে ৫৯টি টেস্ট ম্যাচ, ১৯০টি ওয়ান ডে ও ৫৮টি টি-টোয়েন্টি খেলেছেন ওয়াটসন। আন্তর্জাতিক ক্রিকেটে ১০,৯৫০ রান রয়েছে তাঁর সাফল্যের ঝুলিতে। বল হাতে পেয়েছেন ২৯১টি উইকেট। ওয়ান ডে-তে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে ৫ হাজারের বেশি রান ও দেড়শোর বেশি উইকেট রয়েছে তাঁর। টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক ওয়াটসন। সিএসকে বুধবার ট্যুইট করেছে, ‘ওয়াটো ম্যান। ওয়াটো স্পিরিট। ওয়াটো লেজেন্ড। শেন রবার্ট ওয়াটসনকে জন্মদিনের শুভেচ্ছা।’