লসান: শেষ হয়ে গেল রুশ টেনিস তারকা মারিয়া শারাপোভার রিও অলিম্পিকে অংশ নেওয়ার আশা।


তাঁর বিরুদ্ধে বিশ্ব ডোপিং এজেন্সির (ওয়াডা) দেওয়া ২ বছরের নির্বাসনের পুনর্বিবেচনার আবেদনের প্রেক্ষিতে রায় আন্তর্জাতিক ক্রীড়া আদালত (কোর্ট অফ আর্বিট্রেশন অফ স্পোর্টস বা সিএএস) দুমাসের জন্য পিছিয়ে দেওয়ায় আসন্ন অলিম্পিকের আসরে ‘মাশা’-র অংশ নেওয়ার আর কোনও সুযোগ রইল না।

গত জানুয়ারি মাসে অস্ট্রেলিয়া ওপেনের সময় নিষিদ্ধ মেলডোনিয়াম নেওয়ার অভিযোগ ওঠে ২৯ বছর বয়সী শারাপোভার বিরুদ্ধে। এর প্রেক্ষিতে তাঁকে ২ বছরের জন্য নির্বাসিত করে ওয়াডা। এই শাস্তিকে ‘অতিরিক্ত কঠোর’ উল্লেখ করে তার বিরুদ্ধে সিএএস-এ আবেদন করেন এই টেনিস-সুন্দরী।

জানা গিয়েছে, এই রায় বের হওয়ার কথা ছিল আগামী ১৮ তারিখ। কিন্তু, দুপক্ষই মেনে নেয় যে, বক্তব্য পেশ করার জন্য আরও কিছুটা সময়ের প্রয়োজন। যার পরই সিএএস সিদ্ধান্ত নেয় রায় দেওয়া হবে আগামী সেপ্টেম্বরে। অর্থাৎ, আগস্ট থেকে ব্রাজিলের রিও ডি জেনিরোতে শুরু হতে চলা অলিম্পিকে অংশ নেওয়ার আর কোনও আশা নেই তাঁর।

যদি ক্রীড়া আদালতও তাঁর এই শাস্তি বহাল রাখার পক্ষে রায় দেয়, তাহলে এক বর্ণময় টেনিস কেরিয়ারে ইতি পড়বে বলেই মনে করছে ক্রীড়ামহল। প্রসঙ্গত, গত মার্চ মাসে লস অ্যাঞ্জেলসে একটি সাংবাদিক সম্মেলনে এসে মেলডোনিয়াম সেবনের বিষয়টি স্বীকার করেন প্রাক্তন বিশ্ব এক নম্বর টেনিস তারকা।