ইন্দৌর: ইডেনে দ্বিতীয় টেস্টে চোট পেয়ে ছিটকে যাওয়া ভুবনেশ্বর কুমারের বদলে তৃতীয় টেস্টের জন্য ভারতীয় দলে সুযোগ পেলেন শার্দুল ঠাকুর। বুধবার বিসিসিআই সূত্রে এই খবর জানা গিয়েছে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টে সুযোগ না পেলেও, ইডেনে খেলতে নেমেই নায়ক বনে যান ভুবনেশ্বর। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও একটি উইকেট নেন তিনি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইডেনেই চোট পাওয়ায় তৃতীয় টেস্টে খেলতে পারবেন না ভুবনেশ্বর। সেই কারণেই তাঁর বদলে দলে এলেন মুম্বইয়ের মিডিয়াম পেসার শার্দুল।

সিরিজের প্রথম দুটি টেস্টই জিতে নিয়েছে ভারত। বিরাট কোহলির দলই এখন টেস্টে এক নম্বর। শনিবার থেকে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। তার আগে ভুবনেশ্বরের চোট ভারতীয় দলের কাছে ধাক্কা। এর আগে দুই ওপেনার লোকেশ রাহুল ও শিখর ধবনও চোট পেয়ে ছিটকে গিয়েছেন। ভুবনেশ্বরের বদলে খুব সম্ভবত উমেশ যাদব তৃতীয় টেস্টে প্রথম একাদশে সুযোগ পাবেন।