মুম্বইঃ বিশ্বকাপের স্ট্যান্ডবাই প্লেয়ার হিসেবে ছিলেন। এবার মূল দলে ঢুকে পড়লেন শার্দুল ঠাকুর। প্রথমে কানাঘুষো শোনা যাচ্ছিল যে হার্দিক পাণ্ড্যর বদলি হিসেবে ঢুকে পড়তে পারেন তিনি। কিন্তু তা নয়। অক্ষর পটেলের বদলি হিসেবে ঢুকে পড়লেন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা এই তারকা পেসার। 


দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলতে দেখা দিয়েছে এবারের আইপিএলে অক্ষর পটেলকে। অন্যদিকে শার্দুল ঠাকুর চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন। আগে অক্ষর স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে ছিলেন শার্দুল, অন্যদিকে প্রথম ১৫ সদস্যের দলে ছিলেন অক্ষর। কিন্তু এবার শার্দুলকে প্রথম পনেরোতে সুযোগ দেওয়া হল অক্ষকে বাদ দিয়ে। বুধবার বিসিসিআইয়ের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে অক্ষরকে আপাতত স্ট্যান্ডবাই হিসেবে রাখা হচ্ছে দীপক চাহার ও শ্রেয়স আইয়ারের সঙ্গে। তবে কেন এমনটা করা হল তা নিয়ে কোনও স্পষ্ট বিবৃতি দেওয়া হয়নি। 


এই মুহূর্তে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন শার্দুল। ধোনির দলের তারকা পেস বোলার দলের সর্বাধিক উইকেট শিকারি এবারের টুর্নামেন্টে। মোট ১৫ ম্যাচে এখনও পর্যন্ত ১৮ উইকেট তুলে নিয়েছেন। ভারতীয় দলে ৩ ফর্ম্যাটেই হঠাৎ করেই বোলিং বিভাগের তারকা হয়ে উঠেছেন শার্দুল ঠাকুর। অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট কোহলির অনুপস্থিতিতে যে ভারতীয় দল সিরিজ জিতেছিল, সেই দলেরও অংশ ছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেট, আইপিএলে ভাল পারফর্মের পুরস্কার স্বরূপ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল স্কোয়াডেও এবার ঢুকে পড়লেন ভারতীয় দলের 'লর্ড' শার্দুল। 


এদিকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন জার্সি উন্মোচন হল। আগেই বলা হয়েছিল যে ১৩ অক্টোবর ভারতীয় দলের নতুন জার্সি উন্মোচিত হবে। দেই মতো এদিন দুপুরে বিসিসিআইয়ের তরফে এই জার্সি প্রকাশ করা হল। বিসিসিআইয়ের তরফে একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বিরাট কোহলি, রোহিত শর্মা, কে এল রাহুল, রবীন্দ্র জাদেজাদের নতুন জার্সি গায়ে।