মুম্বই : বিশ্বকাপের দলঘোষণায় নিঃসন্দেহে বড় চমক বেশ কয়েকবছর ধরে সুযোগ পেলেও যুজবেন্দ্র চাহাল বা কুলদীপ যাদব, কেউই সুযোগ পাননি দলে। বদলে রবিচন্দ্রন অশ্বিন, রাহুল চাহার ও রবিচন্দ্রন অশ্বিন দলে জায়গা পেয়েছেন। অশ্বিন প্রায় চার বছর পর সাদা বলের ক্রিকেটে ভারতীয় স্কোয়াডে ডাক পেলেন। এদিকে, ব্যাটে ভরসা জোগানোর সুবাদে সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণ দলে জায়গা পেয়েছেন। কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলে ধারাবাহিক পারফর্ম করা ধবন ও চাহালের না থাকা অনেককেই অবাক করে দিয়েছে।
শিখর ধবনের জন্য সময়টা একদমই ভাল যাচ্ছে না। সম্প্রতি তাঁর ব্যক্তিগত জীবনে সমস্যা তৈরি হয়েছে। স্ত্রী আয়েশার সঙ্গে ৮ বছরের বৈবাহিক সম্পর্ক ভেঙে গিয়েছে। এই পরিস্থিতিতে আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় স্কোয়াডেও জায়গা পাননি। কিন্তু ২০১৮ সালের পর থেকে একমাত্র সীমিত ওভারের ফর্ম্যাটেই খেলে আসছেন ধবন। শ্রীলঙ্কা সফরে তাঁর নেতৃত্বেই খেলতে গিয়েছিল ভারতীয় দল। রোহিত শর্মা বিশ্বকাপে প্রথম ওপেনার হিসেবে কনফর্ম ছিলেন। লড়াই ছিল দ্বিতীয় ওপেনারের জায়গার জন্য। সেখানেই ধবনকে টেক্কা দিয়ে দলে জায়গা করে নিলেন রাহুল ও ঈশান কিষাণ।
যুজবেন্দ্র চাহাল গত কয়েক বছরে ভারতীয় দলের জার্সিতে সীমিত ওভারের ক্রিকেটে এক নম্বর স্পিনার। বিশেষ করে টি-টোয়েন্টি ফর্ম্যাটে দেশের হয়ে সর্বাধিক উইকেট শিকারিও তিনি। ৪৯ ম্যাচে ৬৩ উইকেট ঝুলিতে রয়েছে তাঁর। শেষবার শ্রীলঙ্কা সফরেও দলে ছিলেন ডানহাতি এই লেগস্পিনার। কিন্তু তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি দলে।
টি২০ বিশ্বকাপের জন্য গতকালই ঘোষিত হয়েছে ভারতীয় দল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)-র পক্ষ থেকে ১৫ জন ক্রিকেটারের চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে। স্ট্যান্ড-বাই হিসেবে রাখা হয়েছে তিনজনকে। এ বছরের অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানে হবে এই প্রতিযোগিতা। ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে টি-২০ বিশ্বকাপ। যেখানে দ্বিতীয় গ্রুপে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, রানার আপ গ্রুপ এ, উইনার গ্রুপ বি।