নয়াদিল্লি: বলটা গড়িয়ে দিয়েছেন শোয়েব আখতার। বিতর্কের সূত্রপাত সেখান থেকেই, ক্রমশঃ যা ডালপালা বিস্তার করছে। নোভেল করোনাভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতিতে মারণ ভাইরাস মোকাবিলায় তহবিল গড়তে প্রথম ভারত, পাকিস্তানের একটি দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজের প্রস্তাব দেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, যা পত্রপাঠ অবাস্তব বলে উড়িয়ে দেন কপিল দেবের মতো প্রাক্তন ক্রিকেটার। ১৯৮৩র বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক জানিয়ে দেন, ভারতের তহবিলের অভাব নেই, তাই এমন কোনও ম্য়াচের প্রয়োজনই নেই। এবার শোয়েবের প্রস্তাব খারিজ করলেন সুনীল গাওস্করের মতো ব্যক্তিত্বও। প্রাক্তন পাকিস্তানি ক্যাপ্টেন রামিজ রাজার সঙ্গে এক ইউটিউব সাক্ষাত্কারে তিনি নিকট ভবিষ্যতে এরকম কোনও সিরিজের সম্ভাবনাই নেই বলে জানিয়েছেন। কটাক্ষের সুরে তিনি মন্তব্য় করেন, শীঘ্রই ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার চেয়ে লাহোরে বরফ পড়ার সম্ভাবনা বরং বেশি! দুটো দলই বিশ্বকাপ, আইসিসি টুর্নামেন্টে মুখোমুখি হবে বটে, কিন্তু এক্ষুনি তাদের মধ্যে সিরিজ হওয়া সম্ভব বলে মনে হয় না।


জবাবে শোয়েব ট্যুইট করেছেন, ওয়েল সানি ভাই, সত্য়িই গত বছর লাহোরে তুষারপাত হয়েছিল। তাই কোনওটাই অসম্ভব নয়। গাওস্করের ছবির সঙ্গে তাঁর মন্তব্য আর লাহোরের বরফ পড়ার একটি ছবিও ট্যুইটে দিয়েছেন প্রাক্তন পাকিস্তানি ফাস্ট বোলার।
তবে আরেক প্রাক্তন পাক তারকা শাহিদ আফ্রিদি শোয়েবের পাশে দাঁড়িয়ে বলেছেন, গোটা বিশ্ব করোনাভাইরাসের বিরুদ্ধে লড়ছে। এই একক শত্রুকে হারাতে আমাদের এখানে ঐক্য থাকা প্রয়োজন। এধরনের নেতিবাচক মন্তব্য একেবারেই সাহায্য় করবে না। শোয়েবের ভারত-পাক ক্রিকেটের প্রস্তাবে অন্যায় কিছু দেখছি না।
আফ্রিদির আরও বক্তব্য, কপিলের বক্তব্যে বিস্মিত হলাম। ওর কাছে ভাল কিছু শোনার আশা ছিল, এমন সঙ্কটের সময় কারও এভাবে কথা বলা উচিত নয়। খেলা মানুষের মতে সেতু গড়ে, মানুষকে কাছাকাছি আনে। সত্যিই এটা হতাশাজনক।