করাচি: পুরানো ঘটনা। হরভজন সিংহ ভারতীয় টিভি চ্যানেলের শো-এ বলেছিলেন, পাকিস্তান সফরে কীভাবে সেখানকার হোটেলে তাঁকে ও যুবরাজ সিংহকে মারধর করেছিলেন শোয়েইব আখতার। পাক মিডিয়াতেও গুরুত্ব পেয়েছে সে কথা। কিন্তু হরভজনের দাবি হেসেই উড়িয়ে দিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। প্রাক্তন ফাস্ট বোলারের কথায়, ও ঘটনাটাকে বিশাল করে দেখাচ্ছে। হ্যাঁ, ২০০৪-এ রাওয়ালপিন্ডিতে টেস্ট ম্যাচের সময় এমন হয়েছিল। কিন্তু সবটাই মজা-মস্করা। সিরিয়াস কিছুই নয়। কী হয়েছিল? শোয়েইব বলছেন, আসলে আমরা ছুটোছুটি করছিলাম। কুস্তি-কুস্তি খেলছিলাম। ব্যাস এটুকুই। তাছাড়া ভাজ্জি, যুবি তো আমার ছোট ভাই। ওদের মারধর করার প্রশ্নই ওঠে না।
ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে তাঁদের যাবতীয় রেষারেষি মাঠেই শেষ, তার বাইরে নয় বলেও মন্তব্য করেন শোয়েইব। বলেন, আমার সঙ্গে ওদের দারুণ বনিবনা ছিল। আমার রুমে ওরা আসত। একসঙ্গে ডিনার পর্যন্ত করেছি। যুবি ইসলামাবাদে সাইটসিইং করতে চেয়েছিল। আমরা দারুণ বন্ধু সবাই। কী করে ওদের গায়ে হাত তুলব আমি?
শোয়েইব যা-ই বলুন, সেই টেস্টে পাক দলের ক্যাপ্টেন ইনজামাম-উল-হকও কিন্তু হোটেলের ঘরে হরভজনের কথামতো মারধরের ঘটনা হয়েছিল বলে জানিয়েছেন। তিনি আবার টিপ্পনী কেটেছেন---শোয়েইব তো এমনিতেই সবসময় খুব পেশীবহুল ছিল। গায়ে ছিল প্রচণ্ড শক্তি। ওকে জড়িয়ে ধরলে বা ওর সঙ্গে হাত মেলালেও অন্যরা ব্যাথাই পেত!
হরভজন, যুবি আমার ছোট ভাই! কী করে ওদের মারি? হেসেই খুন শোয়েইব
web desk, ABP Ananda
Updated at:
05 Jul 2016 11:38 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -