নয়াদিল্লি: অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালই ছিল সানিয়া মির্জার (Sania Mirza) কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ। খেতাব জিতে শেষটা স্বপ্নের মতো করার হাতছানি ছিল সানিয়ার সামনে। তবে স্ট্রেট সেটে পরাজিত হয়েই সানিয়ার সফর শেষ হয়েছে। এক দুরন্ত গ্র্যান্ড স্ল্যাম কেরিয়ার শেষে সানিয়াকে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ শুভেচ্ছায় ভাসিয়েছেন। তাঁকে শুভেচ্ছা জানালেন শোয়েব মালিকও (Shoaib Malik)।


শোয়েব সোশ্যাল মিডিয়ায় সানিয়ার উদ্দেশে লেখেন, 'বিশ্বের সমস্ত মহিলার জন্য তুমি বড় অনুপ্রেরণা। তুমি তোমার কেরিয়ারে যে উচ্চতায় পৌঁছেছো, তার জন্য আমি গর্বিত। তুমি সকলের অনুপ্রেরণা। এভাবেই সকলকে আগামী দিনেও অনুপ্রেরিত করো। এক অসামান্য কেরিয়ারের জন্য তোমাকে অনেক শুভেচ্ছা।'


 



 


কান্নায় ভাঙেন সানিয়া


স্ল্যাম জিতে বিদায় জানাতে ব্যর্থ সানিয়া মির্জা (Sania Mirza)। অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) মিক্সড ডাবলসের ফাইনালে স্ট্রেট সেটে পরাজিত হন সানিয়া, রোহন বোপান্না (Rohan Bopanna)। ভারতীয় জুটিকে লুইসা স্টেফানি ও রাফায়েল মাতোসের ব্রাজিলিয়ান জুটি ৭-৬ (২), ৬-২ স্কোরলাইনে স্ট্রেট সেরে হান। এই পরাজয়ের ফলেই সানিয়া মির্জার গ্র্যান্ড স্ল্যাম সফর শেষ হয়ে গেল। ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন ভারতীয় টেনিস তারকা।


ম্যাচ শেষে সানিয়া বলেন, 'আমার পেশাদার কেরিয়ারের শুরুটা এখানে মেলবোর্নেই হয়েছিল। ১৮ বছর বয়সে সেরেনা উইলিয়ামসের বিরুদ্ধে স্ল্যামের তৃতীয় রাউন্ডে কোর্টে নেমেছিলাম। অবিশ্বাস্য মনে হলেও, তারপর ১৮ বছর কেটে গিয়েছে। এখানে আমি বহু ফাইনাল খেলেছি এবং বেশ কয়েকটি টুর্নামেন্ট জিতেওছি। বছরের পর বছর আপনাদের সামনে খেলার সৌভাগ্য হয়েছে আমার। রড লেভার এরিনাটা আমার কাছে খুবই স্পেশাল। শেষটা করার জন্য এর থেকে ভাল জায়গা হয় না। আপনাদের সমর্থনের জন্য অনেক অনেক ধন্যবাদ।'


ম্যাচের শুরুটা কিন্তু ভারতীয় জুটি একেবারেই ভালভাবে করতে পারেনি। সানিয়ার প্রথম সার্ভিসই ব্রাজিলিয়ান জুটি ভাঙতে সক্ষম হয়। তবে প্রথম সেটের চতুর্থ ও অষ্টম গেমে স্টেফানির সার্ভিস ব্রেক করে ভারতীয় জুটি। সানিয়ার ঝাঁঝালো ফোরহ্যান্ডে ব্রাজিলিয়ান জুটিকে বেশ চাপে পড়তে হয়। কিন্তু শেষমেশ টাই ব্রেকারে প্রথম সেটে পরাজিত হন সানিয়ারা।


আরও পড়ুন: জাতীয় দলে ঠাঁই নেই তো কী, ক্রিকেট ছাড়ার আগেই ক্রীড়ামন্ত্রী হলেন ওয়াহাব