নয়াদিল্লি: সম্প্রতি এশিয়া কাপের দু-দুটি ম্যাচে পাকিস্তানকে বিধ্বস্ত করে ২০১৬-র চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারের বদলা নিয়েছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচের ভারত ও পাকিস্তান দলের খেলোয়াড়দের নিজেদের মধ্যে হাসাহাসি করতে দেখা গিয়েছিল। ওই হাসাহাসির কারণ কী, তা জানা যায়নি। এবার ওই দিন কী ঘটেছিল তা জানালেন শোয়েব মালিক।
ইংল্যান্ডে ফাইনালের পর পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলাকালে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি, শোয়েব মালিক ও যুবরাজ সিংহকে নিজেদের মধ্যে হাসাহাসি করতে দেখা গিয়েছিল। আসলে সইদ আজমলের একটা ক্যাচ মিসের ঘটনা নিয়ে হেসেছিলেন তাঁরা।
শোয়েব একটি টেলিভিশন অনুষ্ঠানে সম্প্রতি জানিয়েছেন, তিনি কোহলির কাছে ওয়েস্ট ইন্ডিদের বিরুদ্ধে পাকিস্তানের একটা ম্যাচের কথা বলছিলেন। ওই ম্যাচে ক্রিস গেল পাক বোলারদের দুরমুশ করেছিলেন। এরইমধ্যে একটা ক্যাচও ওঠে। কিন্তু সেই ক্যাচ মিস হয়ে যায়।
ক্যাচটি নিতে স্পিনার সইদ আজমল দ্রুত দৌড়ে আসেন। কিন্তু বল পজিশনে শোয়েবকে দেখতে তিনি থমকে যান এবং ক্যাচ ধরার আর চেষ্টা করেননি। কিন্তু শোয়েব ভেবেছিলেন যে, আজমল যেভাবে দৌড়ে আসছে, ক্যাচ ও-ই ধরবে। আর এই নিয়ে দুজনের ভুল বোঝাবুঝিতে ক্যাচ মিস হয়ে যায়।
মিস হওয়ার পর শোয়েব আজমলের কাছে জানতে চান, কেন তিনি ক্যাচ ধরলেন না। জবাবে আজমল বলেন, যদি তোমার ক্যাচ মিস হয়ে যায় তাহলে তা ধরতে আমি নিচে বসে গিয়েছিলাম।
শোয়েবের এই কথা শুনে ভারত ও পাকিস্তানের খেলোয়াড়রা হেসে ফেলেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারের পর কেন হেসেছিলেন কোহলি-যুবিরা, জানালেন শোয়েব মালিক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Oct 2018 12:57 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -