মুম্বই: টুইট করতে ভালবাসেন শোভা দে। ভালবাসেন খবরে থাকতেও। এর আগে অলিম্পিকে ভারতীয় খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে টুইট করে শিরোনামে এসেছিলেন। এবার তাঁর টার্গেট মিতালি রাজ, ঝুলন গোস্বামীরা। তবে হ্যাঁ, বিরাট কোহলিদেরও রেহাই দেননি তিনি।

শোভার চিন্তা, এত ভাল খেলা মেয়ে ক্রিকেটাররা যেন বাণিজ্যিকরণের শিকার না হন, কারণ তার ফলেই গোল্লায় গিয়েছেন কোহলি ও তাঁর দলবল।



টুইটার এই মন্তব্যের জন্য তাঁকে ক্ষমা করেনি। প্রশ্ন তুলেছে, নিজেদের ক্ষমতায় মেয়েরা যদি বেশি অর্থ উপার্জন করেন, তাতে ক্ষতি কী।