পোর্ট অফ স্পেন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন রানে প্রথম ওয়ান ডে জয়ের পর, দুই উইকেটে দ্বিতীয় ওয়ান ডেও জিতে নিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। তিন ম্যাচের সিরিজ ভারতের দখলে। এই দুই ম্যাচে দুইটি অর্ধশতরান করা তো বটেই, নিজের ফিল্ডিং নিয়ে বেশ শিরোনাম দখল করে নিয়েছেন ভারতীয় তারকা শ্রেয়স আইয়ার (Shreys Iyer)।
ক্যাচের সেলিব্রেশন
প্রথম ওয়ান ডেতে তিনি শামরা ব্রুকসের ক্যাচ নেওয়ার পর নেচে সেই ক্যাচ সেলিব্রেট (Shreyas Iyer Catch Celebration) করেছিলেন। এবার দ্বিতীয় ওয়ান ডেতে রভম্যান পাওয়েলের ক্যাচ ধরেও অভিনব সেলিব্রেশন শ্রেয়সের। শার্দুল ঠাকুরের বলে বেশ জোরেই লং অফের দিকে বল মেরেছিলেন রভম্যান। অল্প উচ্চতায় দ্রুত গতিতে আসা বল দারুণভাবে অনুমান করে ডাইভ মেরে ক্যাচটি ধরে নেন শ্রেয়স।
এরপরেই মুখে আঙুল দিয়ে কাউকে চুপ করানোর ভঙ্গিমায় ক্যাচটি সেলিব্রেট করেন তিনি। প্রথম ওয়ান ডেতে ক্যাচ নিয়ে তাদের নাচের কারণ হিসাবে শ্রেয়স জানিয়েছিলেন সমর্থকরা তাকে বারবার ক্যাচ ফেলতে বলে বিরক্ত করছিল। তাই তিনি জবাবে ক্যাচ নিয়ে তাদের মতো করে হালকা নেচে নেন। তবে কী এই ম্যাচেও এমনই কিছু হয়েছিল? তা এখনও জানাননি শ্রেয়স।
দুরন্ত শ্রেয়স
ক্যাচ নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও ৭১ বলে ৬৩ রানের এক সুন্দর ইনিংস খেলেন শ্রেয়স। ৩১২ রানের বিরাট লক্ষ্য তাড়া করতে শ্রেয়সের ইনিংস ভারতের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ ছিল। প্রসঙ্গত. এই নিয়ে উইন্ডিজের বিপক্ষে গত আটটি ওয়ান ডে ম্যাচে সাতটি অর্ধশতরান করে ফেললেন শ্রেয়স।
আরও পড়ুন: সিরিজ জিতে উচ্ছ্বাসে ভাসলেন শিখররা, দেখুন অন্দরমহলের ভিডিও