কলকাতা : এখন যেন কোনও কিছুই ভালো চলছে না ভারতীয় ব্যাটসম্যান কেএল রাহুলের কাছে। প্রথমত, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিনি। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে তাঁকে রিজার্ভ বেঞ্চে বসতে হয়েছিল। কারণ, টিম ম্যানেজমেন্ট চার নম্বরে আস্থা রেখেছে শ্রেয়স আয়ারের ওপর। এই পরিস্থিতি রাহুলের কাছে একটা সতর্কবার্তা বলেই মনে করছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, চার নম্বরের জায়গা নিয়ে শ্রেয়স ও মণীশ পান্ডে চাপে রাখবেন রাহুলকে।
সৌরভ বলেছেন, রোহিত ও শিখর সেরা ওপেনিং জুটি। তাই রাহুলের ওই জায়গায় খেলার সম্ভাবনা কম। সাদামাটা ফর্মের জন্য তাঁকে টেস্ট দলে জায়গা হারিয়েছেন তিনি। চার নম্বরে ফিরতে চাইলে তাঁকে মণীষ ও শ্রেয়সের মতো খেলোয়াড়রা চাপে ফেলবেন।
সৌরভ বলেছেন, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে ভালো খেলার পুরস্কার হিসেবে টি ২০ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন শ্রেয়স।
সফররত দক্ষিণ আফ্রিকা দল সম্পর্কেও নিজের মতামত জানিয়েছেন সৌরভ। তিনি বলেছেন, প্রোটিয়া দল নতুন করে গড়ে উঠছে। তিনি বলেছেন, ওদের ঘরোয়া সিস্টেম ঝালিয়ে দেখার প্রয়োদন রয়েছে। মাত্র কয়েক বছর আগেও ওদের প্রচুর প্রতিভা ছিল। কিন্তু অন্য অনেক দলের মতো এখন তা কিছুটা কমেছে।