মুম্বই: শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) দীর্ঘদিন ধরেই পিঠের ব্যথায় ভুগছিলেন। সেই চোট থেকে মুক্তি পেতে অবশেষে তিনি অস্ত্রোপ্রচার করলেন। খবর অনুযায়ী লন্ডনে মঙ্গলবার, ১৮ এপ্রিল শ্রেয়সের অস্ত্রোপ্রচার সম্পূর্ণ হয়েছে। এই অস্ত্রোপ্রচারের পর রিহ্যাব করে মাঠে ফিরতে শ্রেয়স আইয়ারের বেশ খানিকটা সময় লাগবে। সেই কারণে তিনি গোটা আইপিএল থেকে তো ছিটকে গেলেনই, পাশাপাশি জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও তিনি খেলতে পারবেন না বলে খবর।
শ্রেয়সের অস্ত্রোপ্রচার
এক সূত্র জানান, 'মঙ্গলবার লন্ডনে সফলভাবে শ্রেয়সের অস্ত্রোপ্রচার সম্পন্ন হয়েছে। এমনকী, ওঁ গতকাল খানিকটা হাঁটাহাটিও করেছেন।' শ্রেয়সের ফিট হয়ে মাঠে ফিরতে তিন মাস লাগবে বলে মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে শ্রেয়স বিশ্বকাপের কথা মাথায় রেখেই অস্ত্রোপ্রচার করাতে চাইছিলেন না বলে শোনা যাচ্ছিল। তবে তিনি এখনও অস্ত্রোপ্রচার করিয়ে ফেলায়, খুব হেরফের না হলে ঘরের মাঠে বিশ্বকাপের আগে ২৮ বছর বয়সি তারকা ফিট হয়ে যাবেন বলেই অনুমান করা হচ্ছে।
প্রসঙ্গত, দিনকয়েক আগেই দীর্ঘদিন পিঠের চোটে ভোগা যশপ্রীত বুমরাও অস্ত্রোপ্রচার করিয়েছিলেন। তিনি ইতিমধ্যেই নিজের রিহ্যাবও শুরু করে দিয়েছেন বলে খবর। তাই বিশ্বকাপের পূর্বে টিম ইন্ডিয়া ফিট বুমরাকেও ফিরে পাবে বলে আশা করাই যায়।
নতুন ভূমিকায় পন্থ
ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর তিনি মাঠের বাইরে। বাইশ গজে ফেরার লড়াই চালাচ্ছেন। ক্রাচ নিয়ে হাঁটাহাঁটি শুরু করেছেন। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ম্যাচে মাঠেও দেখা যাচ্ছে।
এবার বড় ভূমিকায় দেখা যাবে ঋষভ পন্থকে (Rishabh Pant)। দেশের যুব সম্প্রদায়কে উৎসাহ দেবেন তিনি। আইপিএলের টিভি সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস 'বিলিভ অ্যাম্বাসেডর' করেছে পন্থকে। এর আগে হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, কে এল রাহুল ও শ্রেয়স আইয়ারদের সঙ্গেও চুক্তি করতে দেখা গিয়েছে স্টার স্পোর্টসকে। এবার সেই তালিকায় যুক্ত হল পন্থের নাম। বিরাট কোহলির সঙ্গেও চুক্তি রয়েছে স্টার স্পোর্টসের।
পন্থ বলেছেন, 'এই দায়িত্ব আমাকে যুব সম্প্রদায়ের মধ্যে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করবে। বিশেষ করে তরুণদের মধ্যে। ক্রিকেটের ক্ষমতা রয়েছে আনন্দ বয়ে আনার ও জীবনকে সমৃদ্ধ করার। আমি রুরকির মতো ছোট শহর থেকে উঠে এসেছি। বিশ্বাস করতাম, দেশের প্রতিনিধিত্ব করব। দেশকে গর্বিত করব। সেই স্বপ্ন সফল হয়েছে। আমি বিশ্বাস করি স্বপ্ন দেখলে ও পরিশ্রম করলে যেখান থেকেই উঠে আসুন না কেন, সফল হবেনই।'
আরও পড়ুন: ফের ব্যাট হাতে জ্বলে উঠলেন কনওয়ে, সানরাইজার্সকে হেলায় হারাল সিএসকে