নয়াদিল্লি: সাম্প্রতিক সময়টা শুভমন গিলের (Shubman Gill) জন্য বেশ ভালই কাটছে। প্রথমে আইপিএলে গুজরাত টাইটান্সের (Gujarat Titans) সঙ্গে খেতাব জয়, তারপরে সম্প্রতি বহুদিন পর ভারতীয় সীমিত ওভারের দলে কামব্যাক করেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ সেরা হওয়া। সীমিত ওভারের ক্রিকেটে গিলের নতুন রূপ ধরা পড়ছে।
গিলকে কিন্তু বরাবরই সকলে উচ্চ প্রতিভার খেলোয়াড় হিসাবে গণ্য করেছে। সেই কারণেই তো তাঁকে ২০১৮ সালে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের পরেই দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তবে এই মরসুমের আগে কেকেআর তাঁকে আর ধরে রাখেনি। নাইটরা ছেড়ে দেওয়ার পর নিলামের আগেই তাঁকে দলে নিয়ে নেয় গুজরাতের নতুন ফ্রাঞ্চাইজিটি। শেষমেশ নিজেদের আগমনেই খেতাবও জিতে নেয় হার্দিক পাণ্ড্যর নেতৃত্বাধীন টাইটান্স। এর ফলেই একদা 'স্বপ্ন' হিসাবে উল্লেখ করা কেকেআর, তাঁকে ছেড়ে দেওয়ায় তিনিই খুশিই হয়েছেন বলে জানান গিল।
কেকেআর ছাড়ায় খুশি গিল
সম্প্রতি এক সাক্ষাৎকারে গিল বলেন, 'আমি খুশি যে কেকেআর আমায় রিটেন না করার সিদ্ধান্ত নিয়েছিল। এর ফলেই তো আমি গুজরাত টাইটান্সের দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই। ফলস্বরূপ মরসুম শেষে আমি আইপিএল খেতাব জিততেও সফল হই।' প্রসঙ্গত, এটাই গিলের প্রথম আইপিএল খেতাব। কেকেআরের হয়ে চার মরসুম খেললেও নাইটদের হয়ে খেতাব জেতা হয়নি তাঁর। এ মরসুমের আগের মরসুমে ফাইনাল অবধি পৌঁছেও চেন্নাই সুপার কিংসের কাছে হারতে হয় গিল ও নাইটদের। তবে দল বদলে ভাগ্যও বদলে গিয়েছে গিলের।
নতুন চ্যালেঞ্জ
এবার তাঁর সামনে অন্য চ্যালেঞ্জ। ভারতীয় টেস্ট দলে নিয়মিত হলেও, সীমিত ওভারের ক্রিকেটে তিনি তেমন সুযোগ পান না। ওয়েস্ট ইন্ডিজ সফরে বহুদিন পরে সুযোগ পেয়েই বাজিমাত করেছিলেন তিনি। বৃষ্টির জন্য প্রথম ওয়ান ডে শতরান হাতছাড়া হলেও, তিন ম্যাচে মোট ২১১ রান করে সিরিজ সেরা হন তিনি। এবার জিম্বাবোয়ের বিরুদ্ধেও সেই ফর্ম ধরে রাখার চ্যালেঞ্জ। অবশ্য কেএল রাহুল ফেরায় পছন্দের ওপেনিং না, বরং তিন বা চারে নেমে ব্যাট করার চ্যালেঞ্জটাও এই সিরিজে বছর বয়সি গিলকে নিতে হতে পারে। এবার সেই চ্যালেঞ্জে তিনি কতটা সফল হন, সেটাই দেখার।
আরও পড়ুন: রাহুল না গিল, প্রথম ওয়ান ডেতে ওপেন করবেন কে?