কার্ডিফ: গ্ল্যামোর্গানের (Glamorgan) হয়ে উরস্টারশায়ারের বিরুদ্ধে চলতি ম্যাচে কাউন্টি ক্রিকেটে (County Championship) নিজের অভিষেক ঘটিয়েছেন ভারতীয় তারকা শুভমন গিল (Shubman Gil)। কাউন্টির দ্বিতীয় ডিভিশনের এই ম্য়াচে নিজের অভিষেক ইনিংসেই দুরন্ত ৯২ রান করলেন গিল। মূলত তাঁর ব্যাটে ভর করেই কিছুটা সম্মানজনক স্কোরে পৌঁছতে পরেছে গ্ল্যামোর্গান।
অভিষেকেই দারুণ
প্রথম ইনিংসে উরস্টারশায়ারের ৪৫৪ রানের জবাবে ব্যাট করতে নেমেই ২১ রানে প্রথম উইকেট হারায় গ্ল্যামোর্গান। ওপেনার ডেভিড লয়েড চার রান করেই সাজঘরে ফেরেন। এরপর তিন নম্বরে ব্যাট করতে নামেন শুভমন। ব্যাট হাতে ভাল ছন্দে দেখায় শুভমনকে। ১৪৮ বলের তাঁর ইনিংস সাজানো ছিয় নয়টি চার ও একটি ছক্কায়। গিল দ্বিতীয় উইকেটে এডি বায়রমের সঙ্গে ৮২ রানের পার্টনারশিপও গড়েন। তবে গিল ও বায়রম আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে গ্ল্যামোর্গানের মিডল অর্ডার। বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনের শেষে গ্ল্য়ামোর্গানর স্কোর ২৪১ রান, আট উইকেটের বিনিময়ে।
গিলের মন্তব্য
গিলই দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন। ফলোঅন এড়াতে কিন্তু গ্ল্যামোর্গানকে এখনও আরও ৬৪ রান করতে হবে। দিনের খেলা শেষে নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট গিল জানান, 'এখানে এসে কাউন্টি ক্রিকেট খেলাটা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা। ক্রিজে বেশ খানিকটা সময় কাটাতে পেরেছি, তাই ইনিংস খেলে আমি খুশি। এখানকার পরিবেশ, পরিস্থিতি ভারতের থেকে অনেকটাই আলাদা, বিশেষত বৃষ্টি হলে। বারবার খেলা থামে, বারবার শুরু হয়। এটা যে কোনও ব্যাটারের পক্ষেই চ্যালেঞ্জের। যখন সেট হয়ে যাওয়ার পর এমনটা হয়, তখন আরও খারাপ লাগে। তবে এখানে খেললে এমন অভিরজ্ঞতা হওয়াটাই স্বাভাবিক বটে।'
তবে ভাল খেললেও. মাত্র আট রানের জন্য শতরান হাতছাড়া করায় খানিকটা হলেও হতাশার সুর ধরা পড়ে গিলের গলায়। 'আউট হওয়াটা তো সবসময়ই হতাশার। আমি সত্যিই খুব হতাশ ছিলাম। বিশেষত ৯২ রানে আউট হওয়ায় হতাশ। তবে সত্যি বলতে আমার ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে হতাশ হওয়ার তেমন কোনও জায়গা নেই। কারণ আমি ক্রিজে কিছুটা সময় কাটাতে চেয়েছিলাম এবং সেই লক্ষ্যে সফলও হয়েছি। আশা করছি পরের বার গ্ল্যামোর্গানের হয়ে যখন ব্যাট করতে নামব, তখন পরিবেশের সঙ্গে আরও ভালভাবে মানিয়ে নিতে পারব।'
আরও পড়ুন: 'কেকেআরকে নিজের পরিবার মনে করতো শুভমন', তিক্ততার সুর বাবার গলায়