হারারে: সদ্য সমাপ্ত জিম্বাবোয়ে সফরে দাপুটে মেজাজে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজের তিনটিই জিতেছে ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজ সফরের মতো এই সিরিজেও ভারতীয় সিনিয়র তরকাদের অনুপস্থিতিতে দলে জায়গা পেয়ে তাঁর সম্পূর্ণ লাভ তুললেন শুভমন গিল (Shubman Gill)। সিরিজের সর্বোচ্চ রানসংগ্রাহক হিসাবে তো শেষ করলেনই, সিরিজের তৃতীয় ম্যাচে (Ind vs Zim) এল কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক ওয়ান ডে শতরান।
যুবরাজের পরামর্শ
গতকাল জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৫টি চার ও একটি ছক্কার সুবাদে গিল ৯৭ বলে ১৩০ রান করেন। এটিই তাঁর কেরিয়ারে ভারতের হয়ে প্রথম শতরান। এর জেরে তিন ম্যাচে মোট ২৪৫ রান করায় গিলকেই সিরিজ সেরা ঘোষণা করা হয়। ওয়েস্ট ইন্ডিজ সফরেও সিরিজ সেরা হয়েছিলেন তিনি। তবে বৃষ্টিবিঘ্ন ঘটানোয় অল্পের জন্য শতরান করা হয়নি। তাঁর পারফরম্যান্সে বাহবা জুটলেও, শতরান না করতে পারায় আক্ষেপ যাচ্ছিল না গিলের। এরই মধ্যে তাঁর পঞ্জাব সতীর্থ ও ভারতীয় কিংবদন্তি যুবরাজ সিংহের (Yuvraj Singh) সঙ্গে কথাবার্তা বলেন বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন গিল।
যুবরাজকে বরাবরই সোশ্যাল মিডিয়ায়ও গিল ভুল শট খেলে আউট হলে বকাঝকা করতে দেখা যায়। এবারও যখন শিষ্যের মতো গিল তাঁর কাছে পরামর্শ চায়, তখন তাঁকে হতাশ করেননি যুবরাজ। খুব সহজ ভাষায় সাধারণ পরামর্শ দেন তিনি। কী ছিল সেই পরামর্শ? গিল জানান, 'আমি জিম্বাবোয়েতে আসার আগে ওঁর সঙ্গে দেখা করি। ওঁ আমায় বলে যে আমি ভালই ব্যাট করছি, চিন্তার কোনও কারণ নেই। খালি একবার সেট হয়ে আমি যেন উইকেট না দিয়ে আসি, ইনিংসের শেষ পর্যন্ত থাকার চেষ্টা করি। আমি শতরান করতে পারছিলাম না বলেও নিজের আক্ষেপের কথা জানাই। জবাবে আমাকে অভয় দিয়ে ওঁ এই নিয়ে চাপ না নেওয়ার কথা বলেন এবং আমায় আশ্বস্ত করেন যে শতরান আসবেই।'
ভারতের জয়
শুভমন গিলের সেঞ্চুরির পর পাল্টা শতরান করে ভারতের স্নায়ুর চাপ বাড়িয়ে দিয়েছিলেন সিকন্দর রাজা (Sikandar Raza)। একটা সময় তাঁর জন্যই মনে হয়েছিল, ১৬৯/৭ হয়ে যাওয়া জিম্বাবোয়েও ম্যাচ জিততে পারে। কিন্তু শেষরক্ষা করতে পারলেন না রাজা। ৯৫ বলে ১১৫ রান করে তিনি ফিরতেই শেষ জিম্বাবোয়ের লড়াই। শার্দুল ঠাকুরের বলে রাজার শট বাউন্ডারি লাইনে দুরন্ত ক্ষিপ্রতায় শরীর ছুড়ে তালুবন্দি করলেন শুভমন। ভারতের ২৮৯ রান তাড়া করতে নেমে জিম্বাবোয়ে অল আউট হয়ে গেল ২৭৬ রানে। ১৩ রানে ম্যাচ জিতে ওয়ান ডে সিরিজ ৩-০ করল ভারত। জিম্বাবোয়েকে তাদের ঘরের মাটিতে ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: ভেঙেছেন কিংবদন্তির রেকর্ড, তবে সচিনের সঙ্গে শুভমনের তুলনা চান না বাবা