প্যারিস: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শেষ। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ফর্ম্যাটের সিরিজ খেলতে মাঠে নামবে ভারতীয় দল (Team India)। ১২ জুলাই প্রথম টেস্ট আয়োজিত হবে। দুই ম্যাচের মধ্যে মোটামুটি মাসখানেকের ব্যবধান রয়েছে। এই সুযোগই সিংহভাগ ভারতীয় তারকারা আপাতত ছুটি কাটাতে ব্যস্ত। এরই মাঝে প্যারিস সঁ জরমেঁর (Paris Saint-Germain) জার্সি হাতে দেখা গেল শুভমন গিলকে (Shubman Gill)।


পিএসজির জার্সি হাতে শুভমন


ভারতের তারকা ওপেনার শুভমন গিলও আপাতত ছুটি কাটাতে ব্যস্ত। তিনি বর্তমানে ফ্রান্সেই ছুটি কাটাচ্ছেন। নিজের ছুটির মাঝেই ফ্রান্সের বিখ্যাত ক্লাব পিএসজির স্টেডিয়ামে দর্শন করেন গিল। সেখানেই নেমার, এমবাপেদের ক্লাবের জার্সি হাতেও দেখা যায় গিলকে। পিএসজির সোশ্যাল মিডিয়ার তরফেই গিলের পার্ক দে প্রিন্সেস দর্শন করার একটি ছবি ও ভিডিও শেয়ার করা হয়। গিলের ছবি ও ভিডিও পোস্ট করে ক্যাপশনে পিএসজির তরফে লেখা হয়, 'নমস্কার বন্ধুগণ। ভারতের প্রিয় ক্রিকেটার এবং পিএসজি সমর্থক শুভমন গিল পার্ক দে প্রিন্সেসে।'


 






পিএসজিক পোস্ট করা ভিডিওতে গিলকে বলতে শোনা যায়, 'সকলকে হাই। আমি শুভমন গিল। আমার এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য আমি গোটা পিএসজি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই।' প্রসঙ্গত, গিলকে তাঁর নাম লেখা সাত নম্বর পিএসজি জার্সি হাতে দেখা যায়। এটিই আবার তারকা ফুটবলার কিলিয়ান এমবাপেরও জার্সি নম্বর বটে। অবশ্য পিএসজি প্রথম নয়। সদ্যই ট্রেবলজয়ী ম্যাঞ্চেস্টার সিটির দুই তারকা ফুটবলার কেভিন ডি ব্রুইন ও আরলিং হালান্ডের সঙ্গেও এক ফ্রেমে ধরা দিয়েছিলেন গিল। এফএ কাপ ফাইনাল দেখতে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার সঙ্গে হাজির ছিলেন শুভমন। এবার ছুটিতে আরেক বিখ্যাত স্টেডিয়াম দর্শন করলেন ভারতের তারকা ক্রিকেটার।


কৃষ্ণ দাসের কীর্তনে বিরুষ্কা


 তারকা ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli) ও তাঁর অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) দেখা গেল লন্ডনের কৃষ্ণ দাসের কীর্তনে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। লন্ডনে কীর্তনে হাজির হন তারকা দম্পতি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। অনুরাগীরা যেই বুঝতে পেরেছেন তাঁদের প্রিয় তারকারাও কীর্তনে উপস্থিত, সঙ্গে সঙ্গে ছবি ও ভিডিও রেকর্ড করতে শুরু করেন তাঁরা। সেগুলিরই কিছু ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। 


এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: কিছু উপহারের আইডিয়া 'পিতৃ দিবস'-এ বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য