নয়াদিল্লি: ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার শেষ চারে পৌঁছে গেলেন অলিম্পিক্সে দু’বারের পদকজয়ী পিভি সিন্ধু। আজ অসমের অস্মিতা চালিহাকে স্ট্রেট গেমে হারিয়ে দেন সিন্ধু। তাঁর পক্ষে ফল ২১-৭, ২১-১৮। সিন্ধুর জয় পেতে ৩৬ মিনিট লাগে। 


সিন্ধু ছাড়াও ভারতীয় শাটলারদের মধ্যে ইন্ডিয়া ওপেনের সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছেন লক্ষ্য সেন, আকর্ষী কাশ্যপ।


এবারের ইন্ডিয়া ওপেনে অসাধারণ ফর্মে আছেন সিন্ধু। তবে আজ তাঁর প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন, সেই অস্মিতাও ছন্দে ছিলেন। প্রথম গেমে সিন্ধু সহজেই জয় পান। তবে দ্বিতীয় গেমে দারুণ লড়াই করেন অস্মিতা। শেষপর্যন্ত অবশ্য অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জয় ছিনিয়ে নেন সিন্ধু। বড় প্রতিযোগিতায় সিন্ধু বরাবরই ভাল খেলেন। আজও তার ব্যতিক্রম হয়নি। 


সেমি-ফাইনালে সিন্ধুর প্রতিপক্ষ তাইল্যান্ডের সুপানিদা কেটেথঙ্গ। তৃতীয় বাছাই সিঙ্গাপুরের ইয়াও জিয়া মিন প্রবল জ্বরের জন্য খেলতে না পারায় কোয়ার্টার ফাইনালে ওয়াকওভার পেয়ে যান সুপানিদা। এবার অবশ্য তাঁকে সিন্ধুর মুখোমুখি হতে হবে।


অন্যদিকে, এইচ এস প্রণয়কে তিন গেমের লড়াইয়ে হারিয়ে দেন লক্ষ্য। প্রথম গেম জিতে শুরুটা ভাল করেছিলেন প্রণয়। তবে এরপর আর তাঁকে কোনও সুযোগ দেননি লক্ষ্য। তাঁর পক্ষে ম্যাচের ফল ১৪-২১, ২১-৯, ২১-১৪। ৬০ মিনিটের লড়াইয়ে জয় পান তৃতীয় বাছাই লক্ষ্য। এবার শেষ চারে তাঁর প্রতিপক্ষ মালয়েশিয়ার নঙ্গ জে ইয়ং বা আয়ারল্যান্ডের এনহাট এনগায়েন। 


অন্য ম্যাচে মালবিকা বংসোদকে স্ট্রেট গেমে হারিয়ে দেন আকর্ষী কাশ্যপ। তাঁর পক্ষে ম্যাচের ফল ২১-১২, ২১-১৫। ৪৬ মিনিটের মধ্যেই জয় তুলে নেন আকর্ষী। সেমি-ফাইনালে তাঁর প্রতিপক্ষ দ্বিতীয় বাছাই তাইল্যান্ডের বুসানান অঙ্গবামরাঙ্গফ্যান।


গতকাল সাইনা নেহওয়ালকে হারিয়ে দেন মালবিকা। সিন্ধুর পর দ্বিতীয় ভারতীয় শাটলার হিসেবে কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাইনাকে হারিয়ে দেওয়ার নজির গড়েন মালবিকা। তিনি মাত্র ৩৪ মিনিটের মধ্যে জয় পান। তাঁর পক্ষে ম্যাচের ফলে ২১-১৭, ২১-৯। তবে আজ আকর্ষীর কাছে হেরে গেলেন মালবিকা।