মাউন্ট মাউনগানুই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ দুই ম্যাচ বাকি থাকতেই জিতে নিয়েছে ভারত। ১০ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে একদিনের সিরিজ জিতল ভারত। সিরিজের তৃতীয় ম্যাচেও গতকাল ভারত দাপুটে জয় পেয়েছে। বোলিং ও ব্যাটিং-উভয় বিভাগেই ভারত দুরন্ত পারফর্ম করেছে। দ্বিতীয় ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও কিউই ব্যাটসম্যানদের সমস্যায় ফেলে দেন ভারতের পেসার মহম্মদ সামি। ৯ ওভারে ৪১ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন তিনি। এর সুবাদে ম্যাচের সেরাও হয়েছেন সামি।
যেভাবে বল হাতে সবাইকে প্রভাবিত করেছেন, তেমনি অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়ে সাবলীলভাবে ইংরেজি বললেন।
নিউজিল্যান্ডের প্রাক্তন খেলোয়াড় তথা টেলিভিশন সাইমন ডুলের প্রশ্নের উত্তরে সহজ ভাষায় নিজের কথা বলে যান। এরপর সবাইকে চমকে নিয়ে সামির ইংরেজির প্রশংসা হিন্দিতে করলেন সাইমন ডুল। তিনি সামিকে বলেন, ‘ইয়োর ইংলিশ বহোত অচ্ছা’।
সাইমন ডুলের এই কথা শুনে হেসে ফেলেন সামি ও কোহলি।