নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেটে মহেন্দ্র সিংহ ধোনি এখন প্রাক্তন। স্বাধীনতা দিবসেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন মাহি। ধোনির প্রতি শ্রদ্ধা জানাতে টুইটারকে বেছে নিলেন দীনেশ কার্তিক। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে কার্তিকের আবেদন ৭ নম্বর জার্সিটি যেন আর কাউকে দেওয়া না হয়। ঠিক যেমন সচিন তেণ্ডুলকরের অবসরের পর ১০ নম্বর জার্সিটি সংরক্ষিত করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
ভারতের অন্যতম সফল অধিনায়ক ধোনি। অধিনায়ক হিসেবে সাফল্যের মুকুটে রয়েছে একদিনের বিশ্বকাপ, টি ২০ বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি। তাঁর সময়কালে টেস্টে এক নম্বর দলের শিরোপা পেয়েছিল ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে ১৬টি শতরানের রেকর্ড গড়েছেন মাহি। ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালে হারের পর থেকে তাঁর অবসর নিয়ে জল্পনা শুরু হয়। কাউকে কিছু টের পেতে না দিয়ে আচমকাই এ বছরের স্বাধীনতা দিবসে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অবসরের কথা জানিয়ে দেন ক্যাপ্টেন কুল।


বিসিসিআই-কে ধোনির সঙ্গে একটি ছবি শেয়ার করে কার্তিক লিখেছেন,’’ বিশ্বকাপের সেমিফাইনালে তোলা এটাই আমাদের শেষ ছবি। ওর সঙ্গে আমার অনেক স্মৃতি রয়েছে। আমার আশা বিসিসিআই ওর (ধোনির) ৭ নম্বর জার্সি কাউকে দেবে না। জীবনের দ্বিতীয় ইনিংসের জন্য তোমায় শুভেচ্ছা। আমি নিশ্চিত এই দ্বিতীয় ইনিংসেও তুমি আমাদের চমকপ্রদ খবর দেবে।‘‘ তবে শুধু দীনেশ কার্তিক নন, ধোনির অসংখ্য অনুরাগী-ভক্ত একই দাবি জানিয়ে্ছেন।
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড স্টে়ডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমি ফাইলালে মাঠে নেমেছিলেন ধোনি ও দীনেশ কার্তিক। ধোনি ৫০ রান করে ক্রিজে লড়লেও শেষ পর্যন্ত হার মানে ভারতীয় শিবির। গত বছর পুরো সময়টাই মাঠের বাইরে ছিলেন ধোনি। আইপিএল ২০২০ –তে চেন্নাই সুপার কিংসের হয়ে ফিরে আসার কথা ছিল। কিন্তু করোনা আবহে সব হিসেব ওলটপালট করে দিল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অসরের কথা জানিয়ে দিলেন ক্যাপ্টেন কুল। তবে তাঁকে দেখা যাবে আসন্ন আইপিএলে।