মুম্বই: একটি বহুজাতিক গাড়ি প্রস্তুতকারী সংস্থার বিচারে বর্ষসেরা ক্রীড়াবিদ হলেন রিও অলিম্পিকে রুপোজয়ী ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। এক জমকালো অনুষ্ঠানে সিন্ধুকে এই পুরস্কার দেওয়া হয়। তাঁর কোচ পুল্লেলা গোপীচন্দ বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন। সিন্ধুই তাঁর গোপীস্যারের হাতে পুরস্কার তুলে দেন।
প্যারা অ্যাথলিট দেবেন্দ্র ঝাজারিয়া, মারিয়াপ্পান থঙ্গভেলু, বরুণ ভাটি, দীপা মালিক, ক্রিকেটার লোকেশ রাহুলকেও এই অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। জীবনকৃতী পুরস্কার দেওয়া হয় প্রাক্তন শুটার অভিনব বিন্দ্রাকে। জীবন্ত কিংবদন্তী পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছিল মিলখা সিংহকে। তবে তিনি অনুষ্ঠানে হাজির হতে পারেননি। বর্ষসেরা দল নির্বাচিত হয়েছে ভারতের জুনিয়র পুরুষ হকি দল। জ্বালা গুট্টা, ভাইচুং ভুটিয়া, প্রজ্ঞান ওঝারাও এই অনুষ্ঠানে হাজির ছিলেন।
বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত সিন্ধু
Web Desk, ABP Ananda
Updated at:
07 Jul 2017 05:19 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -