দুবাই: দুবাই সুপার সিরিজের ফাইনালে জাপানের আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে দারুণ লড়াই করেও হার মানলেন পিভি সিন্ধু। দেড় ঘণ্টা লড়াইয়ের শেষে তাঁর বিপক্ষে ম্যাচের ফল ২১-১৫, ১২-২১, ১৯-২১। শেষ গেমে একাধিক আনফোর্সড এররের খেসারত দিতে হল হায়দরাবাদি শাটলারকে।

রিও অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে যাওয়া সিন্ধু আজও অল্পের জন্য হার মানলেন। এটাই ছিল এ বছরের শেষ প্রতিযোগিতা। এ বছর চতুর্থবার সুপার সিরিজের ফাইনালে ওঠা সিন্ধু খেতাব জিতেই বছর শেষ করতে চেয়েছিলেন। কিন্তু সেটা হল না। শুরু থেকে শেষপর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বাজিমাত করলেন জাপানি শাটলার।