নয়াদিল্লি: জীবনের সেরা র‌্যাঙ্কিংয়ে পৌঁছনোর এক সপ্তাহের মধ্যেই তিন ধাপ নেমে গেলেন পিভি সিন্ধু। সিঙ্গাপুর ওপেন সুপার সিরিজের কোয়ার্টার ফাইনালে ওঠার দিনেই র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ নেমে এখন পাঁচ নম্বরে সিন্ধু।

গত সপ্তাহে মালয়েশিয়া ওপেন সুপার সিরিজে প্রথম রাউন্ডেই হেরে বিদায় নেন সিন্ধু। সেই কারণেই এই হায়দরাবাদি শাটলারের র‌্যাঙ্কিংয়ে পতন হল। তবে সিঙ্গাপুর ওপেনে ভাল ফলের পর ফের উন্নতি হতে পারে সিন্ধুর।

হায়দরাবাদের অপর এক শাটলার সাইনা নেহওয়াল ৯ নম্বরেই আছেন। সিন্ধুর মতোই সাইনাও মালয়েশিয়া ওপেনে প্রথম রাউন্ডেই হেরে ছিটকে যান। তবে তা সত্ত্বেও তাঁর অবস্থানে কোনও বদল হয়নি।

ভারতের পুরুষ শাটলারদের মধ্যে সর্বোচ্চ স্থানে আছেন অজয় জয়রাম। তিনি এখন ১৪ নম্বরে। এছাড়া অন্য কোনও ভারতীয় পুরুষ শাটলার প্রথম ২০ জনের মধ্যে নেই।