সিন্ধু এদিন হারিয়েছেন বিশ্বের ১৯ নম্বর শাটলার জাপানের মিনাৎসু মিতানিকে। ৬৩ মিনিটের লড়াইয়ের পর সিন্ধুর পক্ষে খেলার ফল ২১-১৯, ১৬-২১, ২১-১০। প্রথম গেমে লড়াই করে জয়ের পর দ্বিতীয় গেমে ছন্দ হারিয়ে হার মানেন পঞ্চম বাছাই ভারতীয় শাটলার। তবে তৃতীয় গেমে তিনি জাপানি প্রতিদ্বন্দ্বীকে কোনও সুযোগ দেননি।
সমীরকে হারিয়েছেন দক্ষিণ কোরিয়ার সন ওয়ান। প্রথম গেমে দারুণ লড়াই করে ২২-২০ পয়েন্টে জয় ছিনিয়ে নেন সমীর। কিন্তু পরের দুটি গেমে ২১-১০, ২১-১৩ ফলে হেরে যান তিনি।