বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে সিন্ধু, শ্রীকান্ত
Web Desk, ABP Ananda | 24 Aug 2017 09:59 PM (IST)
গ্লাসগো: বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে মহিলা ও পুরুষ সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠলেন পিভি সিন্ধু ও কিদম্বী শ্রীকান্ত। তাঁরা পদক জয় থেকে মাত্র একধাপ দূরে। রিও অলিম্পিকে রুপো জয়ী সিন্ধু ২০১৩ ও ২০১৪ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়েছিলেন। তিনি ফের পদক জিততে মরিয়া। অন্যদিকে, শ্রীকান্ত বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম পদক জেতার লক্ষ্যে। বৃহস্পতিবার প্রি-কোয়ার্টার ফাইনালে হংকংয়ের চেয়ুং ন্যান ই-র বিরুদ্ধে প্রথম হেরেও, পরের দুটি গেম জিতে শেষ আটে পৌঁছে যান সিন্ধু। এই হায়দরাবাদি তারকার পক্ষে ম্যাচের ফল ১৯-২১, ২৩-২১, ২১-১৭। এক ঘণ্টা ২৭ মিনিট ধরে চলে টানটান লড়াই। শেষপর্যন্ত জয় ছিনিয়ে নেন সিন্ধু। কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য সিন্ধুকে লড়াই করতে হলেও, শ্রীকান্ত অবশ্য সহজ জয় পেয়েছেন। ডেনমার্কের অ্যান্ডার্স অ্যান্টনসেনকে স্ট্রেট গেমে হারিয়ে দিয়েছেন ভারতীয় তারকা। তাঁর পক্ষে ম্যাচের ফল ২১-১৪, ২১-১৮।