নয়াদিল্লি: বিশ্বজয়ের অধরা স্বপ্ন সফল করার পর থেকেই সিন্ধুর জীবন বদলে গেছে অনেকটাই। সোনার মেয়ের জীবন এবার আসতে চলেছে সেলুলয়েডে। খবরটি জানা গেছে খোদ পি ভি সিন্ধুর কাছ থেকেই। ব্যাডমিন্টন কুইনের বায়োপিক তৈরি করছেন অভিনেতা সোনু সুদ। এ ব্যাপারে সোনুর সঙ্গে কথাও হয়েছে অল্প বিস্তর। তবে সোনু এখন বিদেশ সফররত। দেশে ফিরলে আরও বিস্তারিত আলোচনার সম্ভাবনা।
সিন্ধুকে নিয়ে বায়োপিক, তাহলে মুখ্য চরিত্রে কে, প্রশ্নটা উঠছে স্বাভাবিক কারণেই। এ ব্যাপারে এখনও কিছু সিদ্ধান্ত হয়নি। তবে নিজের চরিত্রে স্ক্রিনে সিন্ধু দেখতে চান দীপিকা পাদুকোনকে। দীপিকা নিজেও ব্যাডমিন্টন খেলতেন। তাঁর বাবা প্রকাশ পাদুকোনও ব্যাডমিন্টন তারকা। তাই সিন্ধুর ভোট দীপিকার দিকেই। তাহলে কোচ গোপীচাঁদের ভূমিকায় কে? জল্পনায় উঠে আসেছে অক্ষয় কুমারের নাম।
সোনুর উপর পুরো ভরসা আছে সিন্ধুর, এমনটাই জানিয়েছেন তিনি। তিনি এই ছবিটি নিয়ে যথেষ্ট আগ্রহী।
সিন্ধুর সামনে এখন অলিম্পিকের লক্ষ্য। ২০২০ তে আরও এক সোনার পালক যুক্ত হবে কি ব্যাডমিন্টন তারকার মুকুটে? সেই আশাতে বুক বাঁধছে সব ব্যাডমিন্টনপ্রেমী ভারতীয়রা। তাহলে কি ২০২০ সাল অবধি অপেক্ষা করবেন সোনু, সেটা এখনও জানা যাচ্ছে না।
প্রতিপক্ষকে বলতে গেলে হেলায় হারিয়ে সোনার মেয়ে হন গোপীচাঁদের ছাত্রী সিন্ধু। গড়েন ইতিহাস। জাপানের ওকুহারাকে হারিয়ে ব্যাডমিন্টনে দেশের প্রথম বিশ্বচ্যাম্পিয়ন হন হায়দরাবাদি কন্যা।
সোনা জয়ের পর একের এক সাক্ষাত্কারে নিজের আনন্দের কথা ভাগ করে নেন তিনি। সেই সঙ্গে বলেন, জীবনে হার-জিত আছেই। কিন্তু পরাজয় যেন কোনওভাবেই তাঁকে টেনে নামাতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।
যে কোনও সাফল্যের পিছনেই থাকে অনেক ত্যাগ, অনেক লড়াইয়ের কাহিনি। সেই সব স্ট্রাগলের গল্পও উঠে আসবে সেলুলয়েডে।