নয়াদিল্লি: কোরিয়া ওপেন সুপার সিরিজ জয়ের সুবাদে ব্যাডমিন্টনের বিশ্ব র্যাঙ্কিংয়ে দু’ধাপ উঠে দু’নম্বরে পিভি সিন্ধু। এই নিয়ে কেরিয়ারে দ্বিতীয়বার তিনি বিশ্ব র্যাঙ্কিংয়ে দু’নম্বরে উঠে এলেন। এর আগে এ বছরের ৬ এপ্রিলও তিনি দু’নম্বরে উঠেছিলেন। আন্তর্জাতিক প্রতিযোগিতায় ধারাবাহিকতা দেখিয়ে এক নম্বর হয়ে ওঠাই সিন্ধুর লক্ষ্য।
এখন মহিলা সিঙ্গলসের বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষেই আছেন চিনা তাইপেইয়ের তাই জু ইং। ভারতের অন্যতম সেরা মহিলা শাটলার সাইনা নেহওয়াল ১২ নম্বরে। ২০১৬ রিও অলিম্পিক চ্যাম্পিয়ন স্পেনের ক্যারোলিনা মারিন পাঁচ নম্বরে আছেন। বিশ্বচ্যাম্পিয়ন জাপানের নোজোমি ওকুহারা একধাপ উঠে আট নম্বরে।
পুরুষ সিঙ্গলসের র্যাঙ্কিংয়ে ভারতীয় শাটলারদের মধ্যে কিদম্বী শ্রীকান্ত আট নম্বরেই আছেন। বি সাই প্রণীত ও এইচ এস প্রণয় একধাপ করে নেমে যথাক্রমে ১৭ ও ১৯ নম্বরে আছেন। অজয় জয়রাম তিনধাপ নেমে ২০ নম্বরে।
বিশ্ব র্যাঙ্কিংয়ে দু’নম্বরে সিন্ধু
Web Desk, ABP Ananda
Updated at:
21 Sep 2017 11:35 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -