মেলবোর্ন: এক ওভারে ৬টি ছক্কা মারার নজির অনেকেরই আছে। কিন্তু এক ওভারে ৬টি উইকেটের নজির অতীতে কারও আছে বলে মনে করতে পারছেন না পরিসংখ্যানবিদরা। এই নজির গড়েছেন অস্ট্রেলিয়ার গোল্ডেন পয়েন্ট ক্রিকেট ক্লাবের বোলার অ্যালেড ক্যারে।


ব্যালার্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত লিগের চতুর্থ ম্যাচে পশ্চিম ব্যালার্টের বিরুদ্ধে ম্যাচে এক ওভারে ৬টি উইকেট নিয়েছেন ক্যারে। এই ম্যাচে তিনি প্রথম ৮ ওভারে কোনও উইকেট পাননি। কিন্তু নবম ওভারে তিনি জাদু দেখান।