গল: শ্রীলঙ্কা-পাকিস্তানের (Sri Lanka vs Pakistan 1st Test) প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে এক ঐতিহাসিক জয়ের পথে অগ্রসর হচ্ছিল পাকিস্তান। পঞ্চম দিনে প্রত্যাশামতোই ম্যাচ জিতে নিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল পাকিস্তান দল। সৌজন্যে অবশ্যই দলের ওপেনিং ব্যাটার আব্দুলা শফিক (Abdullah Shafique)।


ইতিহাসের পাতায় শফিক


প্রথম টেস্ট জয়ের জন্য পাকিস্তানের সামনে শ্রীলঙ্কা, গলে রেকর্ড ৩৪২ রানের লক্ষ্য রেখেছিল। ম্যাচের শেষ দিনে ১২০ রান প্রয়োজন ছিল পাকিস্তানের, হাতে ছিল সাত উইকেট। শফিকের দৌরাত্ম্যে চার উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নিল পাকিস্তান। অপরাজিত ১৬০ রানের একটি অনবদ্য ইনিংস খেললেন শফিক। এই ইনিংসের সুবাদেই ইতিহাসের পাতায়ও নাম তুলে ফেললেন পাক ওপেনার।


 






রান তাড়া করে জয়ী দলের অংশ হিসাবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ অপরাজিত রানের ইনিংস খেললেন শফিক। দিনের শুরুতে তাকে সঙ্গ দেন মহম্মদ রিজওয়ান। পাকিস্তানি উইকেটকিপার-ব্যাটার ৪০ রানের ইনিংস খেলেন। রিজওয়ান আউট হওয়ার পর, অল্প রানের ব্যবধানেই সলমন ও হাসান আলিকে ফিরিয়ে একবার জয়ের হালকা আশা জাগিয়েছিল শ্রীলঙ্কা।


জেতাতে পারলেন না জয়সূর্য


তবে মহম্মদ নওয়াজ ১৯ রানের ছোট্ট ক্যামিওতে শফিককে সঙ্গ দেন। পাকিস্তানিও সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যান। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পর, দ্বিতীয় ইনিংসেও চার উইকেট নেন প্রবথ জয়সূর্য (Prabath Jayasuriya)। তবে দলকে জেতাতে পারলেন না তিনি। এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় তিন নম্বরে উঠে এল বাবর আজমের দল। অপরদিকে, হেরে গিয়ে এক ধাক্কায় ছয় নম্বরে নেমে গেল শ্রীলঙ্কা


আরও পড়ুন: অভিষেকেই ল্যাঙ্কাশায়ারের হয়ে ৫ উইকেট সুন্দরের, ফের দ্বিশতরান পূজারার