দুবাই: রবিবার (১১ সেপ্টেম্বর) এশিয়া কাপের (Asia Cup 2022) ফাইনালে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা (SL vs PAK)। তার আগে নিয়মরক্ষার ম্যাচে সুপার ফোরের মোকাবিলায় শুক্রবার মুখোমুখি হয়েছিল দুই দল। লো স্কোরিং ম্যাচে পাকিস্তানকে সহজেই পাঁচ উইকেটে মাত দেয় দ্বীপরাষ্ট্র। আপাত অর্থে নির্বিষ এই ম্যাচের এক বিশেষ ঘটনা বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।


ক্ষুব্ধ বাবর


ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে পাকিস্তান তারকা বাবর আজম (Babar Azam) আম্পায়ারকে মনে করিয়ে দিচ্ছেন যে তিনি দলের অধিনায়ক। আসল ঘটনাটা ঠিক কী? ম্যাচের দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার ব্যাটিংয়ের সময়ই ঘটনাটি ঘটে। ১৬তম ওভারে হাসান আলির বলে পাকিস্তান উইকেটরক্ষক মহম্মদ রিজওয়ান ক্যাচের আপিল করেন। তবে আম্পায়ার পাথুম নিশাঙ্কাকে আউট দেননি। পাকিস্তান অধিনায়ক বাবর আজম এরপরেই পিচের দিকে এগিয়ে গিয়ে সতীর্থদের জিজ্ঞেস করেন যে বল নিশাঙ্কার ব্যাটে লেগেছে কি না। তবে তিনি রিভিউ নেওয়ার কোনও ইশারা করেননি। তা সত্ত্বেও আম্পায়ার রিভিউয়ের জন্য় তৃতীয় আম্পায়ারের কাছে অনুরোধ করেন।


 






এটিকে অবশ্য আম্পায়ার রিভিউ নয়, বরং পাকিস্তানের রিভিউ হিসাবেই গণ্য করা হয়। এতেই চটেন বাবর। তাঁকে ম্যাচের মাঝেই নিজের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। আম্পায়ারের উদ্দেশে বাবর বলেন, 'আমি দলের অধিনায়ক।' নিয়ম অনুযায়ী দলের অধিনায়ক ইশারা করলে তবেই আম্পায়ার রিভিউ নেন। তবে এখানে বাবর কোনওরকম কোনও ইশারা না করলেও, আম্পায়ার রিভিউ নেওয়ায় ক্ষুব্ধ হন পাকিস্তানি অধিনায়ক। রিভিউ আদতে কাজেও লাগেনি। রিপ্লেতে দেখা যায় বল পাথুম নিশঙ্কার ব্যাট থেকে অনেকটাই দূরে ছিল। ফলে পাকিস্তানের একটি রিভিউ আম্পায়ারের হালকা ভুল বোঝার জন্য নষ্ট হয়। 


শ্রীলঙ্কার জয়


পাকিস্তান প্রথমে ব্যাট করে মাত্র ১২১ রানে অল আউট হয়ে গিয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই সমস্যায় পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা। মাত্র ২ রানে ২ উইকেট হারিয়ে বসেছিল তারা। কিছুটা পরে ২৯/৩ হয়ে গিয়েছিল তারা। সেখান থেকে ম্যাচ ধরে নেন পাথুম নিশাঙ্কা। ৪৮ বলে ৫৫ রান করে পাকিস্তান শিবিরে পাল্টা চাপ ফিরিয়ে দেন তিনি। শেষ দিকে ভানুকা রাজাপক্ষে ১৯ বলে ২৪ ও দাসুন শনাকা ১৬ বলে ২১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ফলে ১৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় শ্রীলঙ্কা


আরও পড়ুন: এশিয়া কাপে নতুন রেকর্ড! ১৩ কোটি ৩০ লক্ষ মানুষ দেখেছেন ভারত-পাকিস্তান ম্যাচ