কলম্বো: ক্লাব ক্রিকেট ম্যাচে গড়াপেটার দায়ে দু’বছর নির্বাসিত হলেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার চামারা সিলভা। এ বছরের ২৩ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত হওয়া পানাদুরা ক্রিকেট ক্লাব বনাম কালুতারা ফিজিক্যাল কালচার ক্লাবের ম্যাচে একদিনে মাত্র ১৩ ওভারে ২৪টি উইকেট পড়ে। এর মধ্যে রান রেট ছিল ১০-এর বেশি। এই ম্যাচ গড়াপেটার অভিযোগ ওঠায় তদন্ত শুরু করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। চামারার বিরুদ্ধে গড়াপেটার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে নির্বাসিত করা হয়েছে। আগামী দু’বছর খেলা, কোচিংয়ের পাশাপাশি ক্রিকেট প্রশাসনের সঙ্গেও যুক্ত থাকতে পারবেন না এই প্রাক্তন ব্যাটসম্যান।
১৯৯৯ থেকে ২০১১ পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে খেলেছেন চামারা। তিনি ১১টি টেস্ট ম্যাচ এবং ৭৫টি একদিনের ম্যাচ খেলেছেন। কিন্তু তিনিই এবার গড়াপেটার সঙ্গে জড়িয়ে গেলেন। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক অর্জুন রণতুঙ্গা বন্দর ও জাহাদ মন্ত্রী থাকার সময় বন্দর কর্তৃপক্ষ এই ম্যাচ গড়াপেটার অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই শাস্তি পেলেন চামারা। তাঁর মতোই সাজা পেয়েছেন কালুতারা ক্লাবের অধিনায়ক মনোজ দেশপ্রিয়। দু’দলের বাকি খেলোয়াড় ও কোচদের এক বছর নির্বাসিত করা হয়েছে। দু’টি ক্লাবকেই পাঁচ লক্ষ টাকা করে জরিমানা দিতে হবে।
ম্যাচ গড়াপেটার দায়ে দু’বছর নির্বাসিত চামারা সিলভা
Web Desk, ABP Ananda
Updated at:
17 Sep 2017 12:32 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -