মেলবোর্ন: স্লেজিংয়ের ফাঁদে জড়ানোর চেষ্টা নয়, বরং বিরাটের সামনে বাড়তি মুখ না খুলে খেলার মানে মন দেওয়া দরকার। ভারতের অস্ট্রেলিয়া সফরের আগে অজি ব্রিগেডকে ঠিক এই ভাষাতেই সতর্ক করে দিলেন স্টিভ ওয়।


১০ নভেম্বর আইপিএল শেষের ঠিক দুদিন পরই অস্ট্রেলিয়ায় উড়ে যাবে ভারতীয় দল। সংযুক্ত আরব আমিরশাহি থেকে বিরাট ব্রিগেড সোজা ডাউন আন্ডারে রওনা দেবে চার টেস্টের সিরিজ খেলতে। ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে দিন-রাতের ম্যাচ দিয়ে টেস্ট সিরিজ শুরু। তারপরের টেস্টগুলি হবে যথাক্রমে মেলবোর্ন, সিডনি ও ব্রিসবেনে। টেস্টের আগে হবে তিনটি করে ম্যাচের একদিনের আন্তর্জাতিক ও টি-২০ সিরিজও।

আগের অজি সফরেই বিরাট কোহলির অধিনায়কত্বে প্রথমবার ডনের দেশ থেকে টেস্ট সিরিজ জিতে ফিরেছিল ভারতীয় দল। এবারও বর্ডার-গাওস্কর ট্রফি ধরে রাখার দাবিদার হিসেবেই অস্ট্রেলিয়া যাচ্ছে তারা। যার ঠিক আগে অস্ট্রেলিয়ার অন্যতম সফল অধিনায়ক স্টিভ ওয় বলেছেন, ‘স্লেজিং করে বিরাট কোহলিকে চিন্তায় ফেলা যাবে না। গ্রেট প্লেয়ারদের বিরুদ্ধে এই ট্যাকটিক্স খাটে না। বরং ওঁর সামনে যত কম কথা বলা যায়, ততই ভালো।’