লন্ডন: ম্যাচের চতুর্থ ওভারের প্রথম বলেই আউট হয়ে গিয়েছিলেন পাকিস্তানের নবাগত ওপেনার ফকর জামান। কিন্তু নো বল তিনি ফের ব্যাটিং করার সুযোগ পান। সেই সুযোগ কাজে লাগিয়ে ১১৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে পাকিস্তানকে বড় রান করতে সাহায্য করেন ফকর। তাঁর এই ইনিংসই ম্যাচে ফারাক গড়ে দিয়েছে বলে মনে করেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।


পাকিস্তানের বিরুদ্ধে হারের পর বিরাট বলেছেন, ‘সামান্য সুযোগই অনেক সময় বিশাল হয়ে যায়। আমাদের এই হার ভুলে এগিয়ে যেতে হবে। ভুল থেকে শিক্ষা নিতে হবে। পিচ দু ইনিংসেই একইরকম ছিল। আমরা নিজেদের শক্তি অনুযায়ী রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছিলাম। নিজেদের সেরাটা দেওয়ারই চেষ্টা করেছিলাম। কিন্তু ব্যাটিংয়ের মতোই বল হাতেও পাকিস্তান অনেক বেশি আক্রমণাত্মক ছিল। হার্দিক (পাণ্ড্য) ছাড়া আর কেউ প্রতিরোধ গড়তে পারেনি। পাকিস্তান আজ অনেক ভাল খেলেছে।’ চ্যাম্পিয়ন হওয়ার জন্য পাকিস্তানকে অভিনন্দন জানিয়েছেন বিরাট।