লন্ডন: ৩৩৯ রানের টার্গেট তাড়া করে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ভারত টানা দু বার চ্যাম্পিয়ন হবে কি না, সেটা জানার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তবে এই প্রতিযোগিতার ইতিহাস কিন্তু ভারতের পক্ষে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এখনও পর্যন্ত পাঁচ বার পরে ব্যাট করা দলই জিতেছে। শুধু ২০১৩ সালে প্রথমে ব্যাট করে ভারত জিতেছিল। ফলে বড় রান তাড়া করে জয়ের আশায় ভারত।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৪৮ ওভারে ৩ উইকেটে ৩১৯ রান করেছিল ভারত। আজ সেভাবেই ব্যাটিং করতে হবে বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধবনদের। পাকিস্তানের বিরুদ্ধে এর আগে একাধিকবার তিনশোর বেশি রান তাড়া করে জিতেছে ভারত। ১৯৯৮ সালে ঢাকায় ইনডিপেনডেন্স কাপের তৃতীয় ফাইনালে প্রথমে ব্যাট করে ৩১৪ রান করেছিল পাকিস্তান। সৌরভ গঙ্গোপাধ্যায়ের অসাধারণ শতরান (১২৪) ও রবিন সিংহের দুর্দান্ত ইনিংসের সুবাদে উত্তেজক ম্যাচে জয় পেয়েছিল ভারত। আজ সেরকমই ফলের আশায় ভারতের ক্রিকেটপ্রেমীরা।