নয়াদিল্লি: দিনকয়েক আগেই জাতীয় দলে সুযোগ না পাওয়ায় সোশ্যাল মিডিয়ায় একরাশ ক্ষোভ ও হতাশা উগড়ে দিয়েছিলেন পৃথ্বী শ (Prithvi Shaw)। এবার ব্যাটেই জবাব দেওয়া শুরু। চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy 2022) নিজের টি-টোয়েন্টি কেরিয়ারের প্রথম শতরানটি করে ফেললেন পৃথ্বী। তাঁর ব্যাটে ভর করেই অসমের বিরুদ্ধে জয় পেল মুম্বই।


পৃথ্বী ঝড়


এদিন ওপেন করতে নেমে মাত্র ১৯ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন পৃথ্বী। শতরান আসে ৪৬ বলে। তাঁর দাপটে নির্ধারিত ২০ ওভারে মুম্বই তিন উইকেটের বিনিময়ে ২৩০ রান তোলে। ৬১ বলে ১৩৪ রানের ইনিংস খেলেন পৃথ্বী। তারকা ব্যাটারের ইনিংস সাজানো ছিল ১৩টি চার ও নয়টি ছক্কায়। পৃথ্বী বাদে এদিন জশস্বী জয়সবালও ৪২ রানের ইনিংস খেলেন। জবাবে অসমের একাধিক ব্যাটার শুরুটা ভাল করলেও, কেউই নিজের ইনিংসকে বেশিদূর এগিয়ে নিয়ে যেতে পারেননি। নিরন্তর ব্যবধানে উইকেট হারিয়ে ১৬৯ রানেই শেষ হয়ে যায় অসমের ইনিংস। মুম্বইয়ের হয়ে তুষার দেশপাণ্ডে সর্বাধিক তিনটি উইকেট নেন। আমন খান, শামস মুলানি ও তনুষ কোতিয়ান প্রত্যেকেই দুইটি করে উইকেট পেয়েছেন। অসমের বিরুদ্ধে ৬১ রানে এই ম্যাচ জিতে নেয় মুম্বই।


অচেনা পূজারা


ইংল্যান্ডের গ্রীষ্মে বিশেষ করে সীমিত ওভারের টুর্নামেন্ট রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপে এক নতুন চেতেশ্বর পূজারাকে () দেখা গিয়েছিল। 'টেস্ট বিশেষজ্ঞ'র তকমা ঝেড়ে চার, ছক্কায় একের পর এক শতরান হাঁকিয়েছিলেন তিনি। এবার ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টেও সেই ধারা অব্যাহত। সৌরাষ্ট্রের হয় নাগাল্যান্ডের বিরুদ্ধে ৩৫ বলে ৬২ রানের ইনিংস খেলেন পূজারা। তাঁর ইনিংস সাজানো ছিল নয়টি চার ও দুইটি ছক্কায়। অবশ্য় পূজারা নন, সৌরাষ্ট্রের হয়ে এদিন সমর্থ ব্যাস সর্বাধিক ৯৭ রান করেন।


এই দুই ব্যাটারের দৌলতে পাঁচ উইকেটের বিনিময়ে ২০৩ রান তোলে সৌরাষ্ট্র। বিশাল রানের লক্ষ্যমাত্রার অনেক আগেই থেমে যায় নাগাল্যান্ডের। ম্যাচে কোনওসময়ই তেমনভাবে সৌরাষ্ট্রের বোলারদের চাপে ফেলতে পারেনি নাগাল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটর বিনিময়ে মাত্র ১০৬ রানেই থেমে যায় নাগাল্যান্ডের ইনিংস। সৌরাষ্ট্র অধিনায়ক জয়দেব উনাদকাট ১৪ রানের বিনিময়ে এক উইকেট নেন। ৯৭ রানের বিশাল ব্যবধানে এই ম্যাচ জিতে নেন পূজারারা।


আরও পড়ুন: বল হাতে অনবদ্য মাভি, ঋদ্ধির অর্ধশতরান সত্ত্বেও হার ত্রিপুরার