নয়াদিল্লি: রমরমিয়ে চলছে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি ট্রফি সৈয়দ মুস্তাক আলি (Syed Mushtaq Ali Trophy 2022)। এই টুর্নামেন্টে ইতিমধ্যেই বেশ কয়েকজন তারকা নিজেদের পারফরম্যান্সে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। সেই পালা অব্যাহত। উত্তরপ্রদেশের হয়ে ফের একবার জ্বলে উঠলেন শিবম মাভি (Shivam Mavi)। তবে ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha), বেঙ্কটেশ আইয়াররা (Venkatesh Iyer) ব্যক্তিগতভাবে সাফল্য পেলেও, হারতে হল তাঁদের দলদের।
উত্তরপ্রদেশের জয়ে মধ্যমণি মাভি
প্রথম ম্যাচে পুদুচেরির বিরুদ্ধে দুরন্ত বল করেছিলেন উত্তরপ্রদেশ তথা কেকেআরের ফাস্ট বোলার শিবম মাভি। তবে গত ম্যাচে ত্রিপুরার বিরুদ্ধে হারতে হয়েছিল উত্তরপ্রদেশকে। ব্যর্থ হয়েছিলেন মাভিও। এদিন ফের একবার মাভি জ্বলে উঠতেই জয়ের সরণীতে ফিরল তাঁর দলও। উত্তরপ্রদেশের শক্তিশালী বোলিং আক্রমণের বিরুদ্ধে শতরানের গণ্ডিও টপকাতে পারল না দিল্লি। ৯৯ রানেই অল আউট হয়ে যায় যশ ধুলরা। বল হাতে মাত্র ১৪ রান খরচ করে চারটি উইকেট নেন মাভি। তবে দিল্লির ব্যর্থতার দিনেও ব্যাট হাতে দাপট দেখালেন মাভির কেকেআর সতীর্থ নীতিশ রানা। ৯৯ রানের মধ্যে একাই ৪৫ রান করেন রানা। কিন্তু বাকিদের ব্যর্থতায় ডুবতে হল দিল্লিকে। জবাবে অধিনায়ক করণ শর্মার অর্ধশতরানে ভর করে ২২ বল বাকি থাকতেই আট উইকেটে ম্যাচ জিতে নেয় উত্তরপ্রদেশ।
মধ্যপ্রদেশের হার
দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় দলে সুযোগ পাওয়া রজত পতিদার ফিরেছিলেন মধ্যপ্রদেশের দলে। দুরন্ত ছন্দে ছিলেন বেঙ্কটেশ আইয়ারও। তবে তা সত্ত্বেও উত্তরাখণ্ডের বিরুদ্ধে ৫০ রানের বড় ব্যবধানে পরাজিত হতে হল মধ্যপ্রদেশকে। উত্তরাখণ্ড প্রথমে ব্যাট করে এদিন মাত্র দুই উইকেট হারিয়ে ১৯৪ রান তোলে। কুনাল চাণ্ডেলা সর্বাধিক ৫৯ রানের (২৪ বলে) ইনিংস খেলেন। বেঙ্কটেশ আইয়ার আগেরদিন ছয় উইকেট নিলেও এদিন বল হাতে সম্পূর্ণ ব্যর্থ। নিজের তিন ওভারেই ৪৬ রান খরচ করেন তিনি। ব্য়াট হাতে অবশ্য তিনি ৪২ রান করেন। রজত পতিদার করেন ২৩ রান। এছাড়া মধ্যপ্রদেশের আর কেউই রান পাননি। ফলে ১৪৪ রানেই থেমে যায় তাদের ইনিংস।
ত্রিপুরাকে দুরমুশ করল পঞ্জাব
সিদ্ধার্থ কউল, ময়ঙ্ক মারকাণ্ডেদের বিরুদ্ধে ত্রিপুরার হয়ে কার্যত একা লড়াই করলেন অধিনায়ক ঋদ্ধিমান সাহা। নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ১১৮ রানই তুলতে পারে ত্রিপুরা। তিন বল খেলে শূন্য রানে আউট হন সুদীপ চট্টোপাধ্যায়। অধিনায়ক ঋদ্ধি একাই ৬২ রানের ইনিংস খেলে দলকে শতরানের গণ্ডি পার করান। সিদ্ধার্থ তিন ও ময়ঙ্ক দুইটি উইকেট নেন। অল্প রানের লক্ষ্যমাত্রায় পৌঁছতে খুব বেশি সময় লাগায়নি পঞ্জব। পাঁচ ওভার হাতে রেখেই নয় উইকেটে ম্যাচ জিতে নেয় তারা। অভিষেক শর্মা ৩৪ এবং আরেক ওপেনার প্রভসিমরণ সিংহ ৫৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
আরও পড়ুন: প্রতিপক্ষ ওড়িশা, শাহবাজ-মুকেশকে পেয়ে চনমনে বাংলা শিবির