দক্ষিণ আফ্রিকা সফরে তৃতীয় টেস্টে বল-বিকৃত করার দায়ে স্মিথ ও ওয়ার্নারকে এক বছর এবং ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নির্বাসিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। স্মিথ অবশ্য ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে পারবেন। ১৩ তারিখ থেকে শুরু হচ্ছে কাউন্টি ক্রিকেটের নয়া মরসুম। স্মিথ কোনও কাউন্টি দলের সঙ্গে যুক্ত হতে পারেন বলে শোনা যাচ্ছে। আজ তিনি ট্যুইট করে বলেছেন, ‘আমি এই ঘটনা (বল-বিকৃতি) পিছনে ফেলে ফের দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চাই। কিন্তু আমি অধিনায়ক হিসেবে এই ঘটনার সব দায়িত্ব নিচ্ছি। আমি নির্বাসনের বিরুদ্ধে আবেদন জানাচ্ছি না। ক্রিকেট অস্ট্রেলিয়া কড়া বার্তা দেওয়ার জন্যই এই সাজা দিয়েছে। আমি এই সাজা মেনে নিয়েছি।’
স্মিথ এই ট্যুইট করার কয়েক ঘণ্টা পরেই ব্যানক্রফটও ট্যুইট করে বলেছেন, ‘আমি ক্রিকেট অস্ট্রেলিয়ার দেওয়া সাজা মেনে নিচ্ছি। আমি এই ঘটনা পিছনে ফেলে অস্ট্রেলিয়ার মানুষের আস্থা ফিরে পাওয়ার জন্য যে কোনও কাজ করতে রাজি। যাঁরা আমাকে সমর্থন করে বার্তা পাঠিয়েছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ।’