বেঙ্গালুরু: এবারের আইপিএল শুরু হতে বাকি আর মাত্র কয়েকদিন। সব দলই শেষমুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। এরই মধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সতীর্থ স্পিনার ওয়াশিংটন সুন্দরের প্রশংসা করলেন যুজবেন্দ্র চাহল। তিনি বলেছেন, ‘শ্রীলঙ্কা সফরে ওয়াশিংটন পাওয়ার প্লে-র ওভারগুলিতে বল করছিল এবং আমি মাঝের ওভারগুলিতে বল করছিলাম। এর আগে আইপিএল-এ আমি পাওয়ার প্লে-র ওভারে বল করছিলাম। তার ফলে শেষদিকে আর মাত্র দু’টি ওভার বাকি থাকছিল। এখন আমাদের বিকল্প বেড়ে গিয়েছে। একজন পাওয়ার প্লে-তে বোলিং করতে পারে এবং অন্যরা মাঝের ওভারগুলিতে বেশি মন দিতে পারে। ফলে আমাদের অধিনায়ক বিরাট কোহলির সুবিধা হবে।’


চাহল আরও বলেছেন, ‘এই ফর্ম্যাটে (টি-২০) বোলাররা নিশ্চিতভাবেই মার খাবে। নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিরুদ্দে একটি ম্যাচে আমি দু’ওভারে ২৭ রান দিয়েছিলাম। আমি নিজেকে বলেছিলাম, অতীতের কথা ভুলে গিয়ে দারুণভাবে ফিরে এসে উইকেট নিতে হবে।’

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা প্রসঙ্গে চাহল বলেছেন, ‘চিন্নাস্বামীতে বোলিং করার ফলে ভারতের হয়ে খেলার সময় আরও বেশি আত্মবিশ্বাস পাওয়া যায়। ছোট বাউন্ডারি থাকলে স্পিনারদের মার খাওয়ার আশঙ্কা থাকে। তবে এখানে বল করার পর আমি আর কোথাও বল করতে ভয় পাই না। গত চার বছর ধরে চিন্নাস্বামীর ছোট মাঠে বল করেই আমি সফল হয়েছি। এবার চিন্নাস্বামীর পিচ অনেক ভাল। ২০০-র বেশি রান হতেই পারে। আমি পাটা উইকেটই পছন্দ করি। তার ফলে আমাদের ব্যাটসম্যানদের বড় করতে সুবিধা হয়।’