নয়াদিল্লি: রাজধানীর অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত বনাম বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে ধোয়াশা। আজ বৃষ্টি হলেও ধোঁয়াশা না কাটায় দেখা দিয়েছে দৃশ্যমানতার সমস্যা। আর সেকারণেই ভেস্তে যেতে পারে ভারত বনাম বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচ। এবিপি আনন্দের সূত্র অনুযায়ী দৃশ্যমানতার অভাবের জন্য এদিনের ম্যাচ বাতিল করতে পারেন ম্যাচ রেফারি।

ভারতীয় সময়ে সন্ধ্যা ৭টা নাগাদ শুরু হওয়ার কথা ভারত বনাম বাংলাদেশ ম্যাচ। এদিকে আজ দিল্লিতে বাতাসের গুণগত মান পরীক্ষার সূচকে দেখা দিয়েছে অশনি সংকেত। দূষণের পরিমাণ এতটাই বেড়েছে, যে এয়ার কোয়ালিটি ইনডেক্সে ৯০০-র গণ্ডিতে পৌঁছে গিয়েছে দিল্লি। যার ফলে চারিদিক একেবারে ধোঁয়াশায় ডেকে গিয়েছে। তৈরি হয়েছে দৃশ্যমানতার সমস্যা। আর এমন পরিস্থিতিতে অসহায় গ্রাউন্ডসম্যানরাও। প্রকৃতির ওপরে তাদেরও কিছু করার থাকে না। সব মিলিয়ে তৈরি হয়েছে ম্যাচ বাতিলের সম্ভাবনা।

প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই দিল্লির পরিবেশ বেশ উদ্বেগজনক। দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা ইতিমধ্যেই দিল্লিতে নাগরিক স্বাস্থ্য নিয়ে ‘ইমার্জেন্সি’ জারি করেছে। ৫০ লাখ মাস্ক বিলি সহ স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে দিল্লি সরকারও। এমন অবস্থায় স্বাভাবিকভাবেই রাজধানীতে ম্যাচ হওয়া নিয়েও তৈরি হয়েছে আশঙ্কা। যদিও বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় খেলা অরুণ জেটলি স্টেডিয়ামে হবে বলেই সকলকে আশ্বস্ত করেন।  তবে আজ যে পরিস্থিতি তৈরি হয়েছে তা সাম্প্রতিক সময়ে সবথেকে খারাপ। আর সে কারণেই ম্যাচ বাতিল হওয়ার সমূহ সম্ভাবনা দেখছে ওয়াকিবহল মহল।