লন্ডন: উইনমেন্স সুপার লিগের অভিষেক ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুললেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের ওপেনার স্মৃতি মন্ধানা। ওয়েস্টার্ন স্টর্ম দলের হয়ে খেলতে নেমে ২০ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংস খেললেন তিনি। পাঁচটি ছক্কা ও তিনটি চারে সাজানো এই ইনিংস খেললেও অল্পের জন্য  সবচেয়ে দ্রুত হাফসেঞ্চুরির রেকর্ড নিজের নামে করতে পারেননি তিনি। উইমেন্স ক্রিকেট সুপার লিগে ২২ বলে হাফসেঞ্চুরির রেকর্ড ভাঙা হল না তাঁর।



ইয়র্কশায়ার ডায়মন্ডসের বিরুদ্ধে এই টি ২০ ম্যাচে ওয়েস্টার্ন স্টর্ম টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ওয়েস্টার্নের বোলিংয়ের সামনে ডায়মন্ডস ২০ ওভারে ৫ উইকেটে ১৬৫ রান করে।

রান তাড়া করতে নেমে ওয়েস্টার্নের ইনিংসের শুরুটা খুবই খারাপ হয়। শূন্য রানেই প্রথম উইকেট হারায় তারা। তিন নম্বরে ব্যাট করতে নেমে দলের অধিনায়ক হিদার নাইট মন্ধানার সঙ্গে ইনিংসের হাল ধরেন।দুজনে ৭.২ ওভারেই দলের স্কোর ৮০ রানে পৌঁছে দেন।

মন্ধানা আউট হওয়ার পর নাইট ৬২ বলে ৯৭ রানের ইনিংস খেলে দলকে জয়ের দোরগড়ায় পৌঁছে দিয়ে আউট হন। শেষপর্যন্ত ১৫.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্টার্ন।