ভারতীয় ক্রিকেট তারকা স্মৃতি মান্ধানার বিয়ে নিয়ে চর্চা তুঙ্গে। তাঁর সাত -পাকে -বাঁধা পড়ার পুঙ্খানুপুঙ্খ বিষয়ে নজর ছিল সারা ভারতের। সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যম, সব জায়গায় আলোচনার শিরোনামে ছিল স্মৃতি - পলাশের বিয়ের কথা। কিন্তু স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়ায় পুরো পরিস্থিতিটাই যায় বদলে। বিয়ে স্থগিত হয়ে যায় তাঁর। পরদিন অসুস্থ হয়ে পড়েন স্মৃতির হবু বর পলাশও। তারপরই রাতের দিকে শোনা যায়, বিয়ে আপাতত স্থগিত, পাত্রপক্ষ ফিরে যাচ্ছেন দিল্লি। সেইসঙ্গে গুঞ্জন, ইনস্টাগ্রাম থেকে এনগেজমেন্টের বহুচর্চিত ভিডিওটিও সরিয়ে দিয়েছেন স্মৃতি। তবে কি সম্পর্কে কালো মেঘের আনাগোনা ? নানারকম জল্পনার মাঝেই বিষয়ে মুখ খুললেন পলাশের দিদি সঙ্গীত শিল্পী পালক মুচ্ছল।
পালক লিখেছেন, " স্মৃতির বাবার স্বাস্থ্যের কারণে, স্মৃতি এবং পলাশের বিয়ে স্থগিত করা হয়েছে। এই সংবেদনশীল সময়ে পরিবারের গোপনীয়তাকে সম্মান করার জন্য আমরা আপনাদের সকলকে অনুরোধ করছি।" ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন তিনি।
রবিবার ছিল ভারতীয় মহিলা ক্রিকেট দলের সুপারস্টার স্মৃতি মান্ধানার বিয়ে। কিন্তু তাঁর বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় স্থগিত হয়ে যায় বিয়ের অনুষ্ঠান। রবিবার তার বিয়ের অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হয় পরিবার। বিবাহস্থলে একটি অ্যাম্বুলেন্স পাঠানো হয় । স্মৃতির বাবাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন আবার স্মৃতির হবু স্বামী পলাশ মুচ্ছলের স্বাস্থ্যের অবনতি ঘটে। তাঁকেও হাসপাতালে নিয়ে যেতে হয়। তবে সূত্রের খবর, তিনি ভাইরাল সংক্রমণে ভুগছিলেন। অ্যাসিডিটির সমস্যাও হয়। তবে সমস্যাটি গুরুতর ছিল না। প্রাথমিক চিকিৎসার পর, পলাশকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তারপরই পলাশ ও তার পরিবার ও বরযাত্রী হোটেল ছেড়ে দিল্লি ফিরে যায়।
সোমবার স্মৃতি মান্ধনার পারিবারিক চিকিৎসক ডাঃ নমন শাহ জানান, একটি মেডিক্যাল টিম তাঁর বাবার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখছে। স্মৃতির বাবার রক্তচাপ বেড়ে গিয়েছিল। তা কমানোর চেষ্টা চলছে। পুরো টিম পর্যবেক্ষণে রেখেছে তাঁকে। দরকারে তাঁর অ্যাঞ্জিওগ্রাফি হতে পারে।