নয়াদিল্লি: দেশজুড়ে লকডাউনের ফলে পরিবেশ দূষণ অনেক কমে গিয়েছে। সপ্তাহখানেক আগে পঞ্জাবের জলন্ধর থেকে হিমাচল প্রদেশের পাহাড় দেখা গিয়েছিল। সেই ছবি ট্যুইট করেছিলেন হরভজন সিংহ। এবার তিনি অন্য একটি ভিডিও ট্যুইট করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, নির্মল পরিবেশে হাজার হাজার পাখি উড়ছে। একসঙ্গে এত পাখি ওড়ার দৃশ্য সত্যিই অসাধারণ।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ২০১১ সালের বিশ্বকাপ জয়ের অনুভূতির কথা জানিয়েছেন হরভজন। তিনি সচিন তেন্ডুলকরের প্রতিক্রিয়ার কথাও জানিয়েছেন। হরভজন বলেছেন, ‘সেই দিন আমি প্রথমবার সচিন তেন্ডুলকরকে নাচতে দেখেছিলাম। প্রথমবার তিনি লোকজন কী ভাববে সেটার তোয়াক্কা করেননি। তিনি সবার সঙ্গেই আনন্দ করছিলেন। সেটা আমার সবসময় মনে থাকবে।’

নিজের অনুভূতির বিষয়ে হরভজন জানিয়েছেন, ‘বিশ্বকাপ জিতে যে মেডেল পেয়েছিলাম, সেটা আমি গলা থেকে খুলিনি। সেই রাতে ওই মেডেল গলায় দিয়েই শুয়েছিলাম। সেই মেডেল পাওয়ার অনুভূতি অসাধারণ। বিশ্বকাপ জেতা আমাদের স্বপ্ন ছিল। যখন আমরা চ্যাম্পিয়ন হলাম, সেটা অবিশ্বাস্য মনে হচ্ছিল। সেই মুহূর্তের কথা মনে পড়লে এখনও শরীরের রোম খাড়া হয়ে যায়। সেই প্রথমবার আমি সবার সামনে কেঁদেছিলাম। কী প্রতিক্রিয়া দেব বুঝতে পারছিলাম না।’