নটিংহ্যাম: এবারের বিশ্বকাপ অভিযানের সূচনাটা একেবারেই ভালো হল না পাকিস্তানের। নটিংহ্যামের ট্রেন্টব্রিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে বিধ্বস্ত হল সরফরাজ আহমেদের দল। টসে হেরে ব্যাট করতে নামে পাকিস্তান। কিন্তু ক্যারিবিয়ান পেস ব্যাটারির দাপটে ধস নামে তাদের ব্যাটিং অর্ডারে। ফকর জামান ও বাবর আজম সর্বোচ্চ রান (২২) করেন। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার, ওশেন থমাস পাক ব্যাটিং অর্ডারের শিরদাঁড়া ভেঙে দেন। ২১.৪ ওভারে মাত্র ১০৫ রানে ইনিংস গুটিয়ে যায় পাকিস্তানের। থমাস চার ও হোল্ডার তিন উইকেট নেন।
বিশ্বকাপে পাকিস্তানের এটাই সর্বনিম্ন স্কোর। জবাবে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।
এই হারের পর সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের শিকার হয়েছে সরফরাজ আহমেদের দল।






পাক ব্যাটিংয়ের হাল দেখে হতাশ প্রাক্তন ক্রিকেটাররাও। সঞ্জয় মঞ্জেরেকর ব্যাক ফুটে খেলার ধরনের উন্নতির পরামর্শ দিয়েছেন।




প্রাক্তন পাক পেসার শোয়েব আখতারের ট্যুইট-বাক্যহারা



আকাশ চোপড়া পাক ব্যাটসম্যানদের টেকনিক নিয়ে প্রশ্ন তুলেছেন।



হর্ষ ভোগলের কটাক্ষ, পেসের দাপটে গুটিয়ে গেল পাকিস্তান।
ব্র্যাড হজ বলেছেন, মনে হচ্ছে ওরা শর্ট বল খেলা নিয়ে খুব একটা কাজ করেনি।