নয়াদিল্লি: মাত্র ৩১ বছর বয়সেই লড়াই শেষ। পেশাদারী টেনিস থেকে অবসর নিলেন সোমদেব দেববর্মন। ভারতের অন্যতম প্রতিশ্রুতিমান সিঙ্গলস খেলোয়াড়ের কেরিয়ার শেষ হল হতাশাজনকভাবে। চোটের জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। খেলা ছাড়ার পর কোচিংয়ে আসতে পারেন সোমদেব।


২০১২ থেকেই চোটে কাবু সোমদেব। কাঁধের চোট সারিয়ে তিনি ফের কোর্টে ফিরতে পেরেছিলেন। কিন্তু তারপরেও দীর্ঘদিন খেলার বাইরে ছিলেন। এবার পাকাপাকিভাবে খেলা ছেড়ে দিলেন সোমদেব।


ভারতের ডেভিস কাপ দলের নিয়মিত সদস্য সোমদেব ১৪টি রাবারে খেলেছেন। ২০১০ সালে ভারত যখন ডেভিস কাপের ওয়ার্ল্ড গ্রুপে পৌঁছেছিল, তখনও দলে ছিলেন সোমদেব। তিনি ২০১১ সালে অর্জুন পুরস্কার পান।