কলকাতা: রবিবার এবারের আই লিগের ফিরতি ডার্বি। তার আগে বরাবরের মতোই বাঙালির চির আবেগের এই বড় ম্যাচ ঘিরে মাঠের বাইরে উত্তাপ ক্রমশঃ বাড়ছে। নাটকও জমে উঠেছে। মোহনবাগানের হাইতিয়ান তারকা সনি নর্দে জানিয়ে দিয়েছেন, তিনি ক্লাব ছাড়ছেন। রবিবার পর্যন্তই আছেন বাগানে। যদিও বড় ম্যাচে তাঁকে দেখা যাবে কি না স্পষ্ট নয়।


শুক্রবার সকাল থেকেই শুরু হয় নাটক। নির্দিষ্ট সময়ের দেড় ঘণ্টা আগেই যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের ড্রেসিংরুমের সামনে হাজির হন মোহনবাগানের নতুন বিদেশি আক্রম মোঘ্রাবি। তাঁকে আটকে দেন ইস্টবেঙ্গলের এক কর্মী। তিনি বলেন, লাল-হলুদ ফুটবলাররা ড্রেসিংরুম না ছাড়লে ঢুকতে পারবেন না আক্রম। অগত্যা গাড়ি ঘুরিয়ে স্টেডিয়াম ছাড়েন বাগানের নতুন লেবানিজ স্ট্রাইকার।

এদিন বিকেলে ইস্টবেঙ্গল ক্লাবে সাংবাদিক বৈঠকে হাজির হন মোহনবাগান কোচ শঙ্করলাল চক্রবর্তী ও ডিফেন্ডার কিংসলে। তখনও জানা যায়নি, সনি আর থাকবেন না। সন্ধেয় জানা যায়, চোটের কারণে ক্লাব ছাড়ছেন সনি। তিনি ক্লাবের কর্তাদের জানিয়েছেন, ‘আর্জেন্তিনার জাতীয় ফুটবল দলের চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, চোট কাটিয়ে সেরে উঠতে আমার সময় লাগবে ৯ থেকে ১২ সপ্তাহ। সেজন্যই আর ক্লাবে থাকতে চাই না। আমার বদলে অন্য কাউকে নিয়ে আসুক মোহনবাগান।’ বাকি মরসুমের পারিশ্রমিকও নিচ্ছেন না হাইতিয়ান তারকা। তাঁর ক্লাব ছাড়ার খবর মোহনবাগান সমর্থকদের কাছে বিনা মেঘে বজ্রপাতের মতোই খবর। হোসে রামিরেজ ব্যারেটোর পর সনিই সবুজ-মেরুন জনতার সবচেয়ে প্রিয় ফুটবলার। তিনি দলকে দীর্ঘদিন পর আই লিগ, ফেডারেশন কাপ জিতিয়েছেন। এই তারকা ক্লাব ছাড়লে যোগ্য বিকল্প পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়বে মোহনবাগান।