নয়াদিল্লি: পরিবারে নতুন সদস্য আসতে চলেছে ক্রিকেট তারকা হরভজন সিংহের! এমনটাই শোনা যাচ্ছে। সূত্রের খবর, শীঘ্রই বাবা হতে চলেছেন ভাজ্জি।
তাঁদের পরিবারের এক নিকট আত্মীয় একথা জানিয়েছেন। তাঁর দাবি, গীতা নিজেই স্বীকার করেছেন এ খবর। তিনি জানিয়েছেন, হরভজনের স্ত্রী গীতা বসরা সন্তানসম্ভবা। শীঘ্রই প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি।
প্রসঙ্গত, আইপিএল-এর সূচনার দিনই গুঞ্জন শোনা যায়, মা হতে চলেছেন গীতা বসরা। বর্ণাঢ্য ওই অনুষ্ঠানে বেশ ঢিলেঢালা পোশাকে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর বেবি বাম্পও বোঝা যাচ্ছিল বলে দাবি।
গত বছর নভেম্বর মাসেই বিয়ে হয় হরভজন, গীতার।
বাবা হতে চলেছেন হরভজন!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Apr 2016 08:20 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -